মন চায় হারিয়ে যাই, কিন্তু কোথায় যাব কিছুই বুঝে উঠতে পারছি না..! দুনিয়া ধ্বংস হচ্ছে এবং হতে থাকবে। মানুষ মানুষের পেট থেকে বেরিয়ে মাটির পেটের দিকে যাচ্ছে। সুতরাং দুনিয়ার কোনো কিছুই মানুষের কাছে স্থায়ী সম্পদ নয়। একমাত্র স্থায়ী সম্পদ হলো আখেরাতের সম্বল। ।
এটা রাস্তা অতিক্রম করার মতো। জীবন অল্প সময়ের। এখানে আখেরাতের সম্বল তৈরি করতে হবে। অনেকেই বলে আমার তো ফুরসত নেই। এ কথা বলা বোকামি।
কারণ মরণ কাউকে ছাড়বে না। মরণ সবার জীবনে আসবেই। সবাইকে আল্লাহর মুখোমুখি হতে হবেই
আমাদের সমাজে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা ঘটছে তার সিংহভাগই আমাদের মন্দ কর্মের ফসল মাত্র। আল্লাহর বিধান ও আদেশ উপেক্ষা করে, অহরহ পাপ ও জুলুম করে নিজেরাই আমরা নিজেদের জন্য বিপদ ডেকে আনছি।
এত পরচিত মুখ রেখে মরতে হবে এই কথা চিন্তা করলে নিজেকে থু্ব নিষ্হ লাগে।
এমন একটা সোত্য কথা মাঝে মাঝে অসিকার করতে ইচ্ছে করে। কির্তু কিচ্ছুই করার নেই এই অপ্রিয় সোত্য কে অসিকার করার কোন প্রয়াস নেই।
মরন থেকে যতই পালাও
মরন তেমায় লইবে গিরি
যদিও আকাশ সুদুর পানে
লুকাও সেথায় লাগিয়ে সিড়ি......... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।