ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । সেজুতি
সম্পর্কটার তো সেই
কবেই টেনেছিলে যতি
কমা নয়
সেমিকোলণ নয়
সম্যক পূর্ণ বিরতি ।
হঠাৎ অমানিশায়
যদি আধাঁর কেটে
ভোর হয়
তবু কি আসবে ফিরে
মনে ভিড়ে শত ভয় ।
দর্পণের কাছে কি কভূ
নিজকে করেছ সমর্পণ
আরো একটা প্রতিবিম্ব হয়
কিন্তু থাকেনা
এতটা আপন ।
হঠাৎ করে
ঘুঙুর পায়ে
হাট যদি
ছন্দ নিয়ে
তবে তাইতো সংগীত নয়
সুর কেটে গেছে
আজ কতটা দিন হল
কতটা পথ ছিলাম আমি
ভীষণ এলোমেলো ।
মালয় সাগরের তীরে
হেটে চলা এলোকেশী তরুনীরে
তুমি ভেবে ভূল সম্বোধণ
লালিত স্বপ্ন
গুড়ো গুড়ো হয়ে
পন্ড আজ
সব আয়োজন ।
প্রতিনিয়ত কতশত
করি অভনয়
জীবনটাতো আর
এর বেশী কিছু নয় ।
শুভ্র চেতনা
মনের গহীনে
রেখে দিয়েছি
খুব যতনে
কী ভাবে বল
এমন হল ?
হয়ত সেই
ভাল ছিল ।
আজ যখন
মৃদু কম্পনে
বাতাসেরা সুর তুলে
হাহাকার করে
তখনো তুমি
থাক বসে
দূরের বাতিঘরে ।
তবু কাটছে সময় দে খ
মনের মাঝে যতই তুমি
ঘৃণার ছবি আঁক ।
জানি একদিন
ভুল ভাঙ্গবেই
আবেগী কথকতা
পিছু ফেলে
কাছে ডাকবেই।
সেজুতি আজো
খুজি ফিরি
সোনালী সেই
দিনের ইতি উতি । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।