আমাদের কথা খুঁজে নিন

   

নকুলজাতীয় মাংসাশী জন্তুরা

নকুলজাতীয় মাংসাশী জন্তুরা বাদ্যযন্ত্র নিয়ে পথে নামছে এদের হাসির আওয়াজ--কাশির আওযাজ এক এরা জঞ্জালের সাথে চলে গিয়েছিল ডাস্টবিনে ঘোড়া পেয়ে এসেছে আবার এরা খেচাখেচি করছে এখন এদের তিল-সরিষা থেকে যে তেল বের হয় তা স্পর্শ করা যায় না--খাদ্যে মেশানো যায় না এদের হাতে-খড়ি হয়েছে হত্যা আর ধর্ষণে গোখুরা-সাপ এদের সহযোগী বন্ধু এরা খাঁটি দুধে ঘি তৈয়ার করতে পারে না এদের পোশাক খুলে পড়েছিল মুক্তিযুদ্ধে গায়ে মাংস লাগার পর আবার নতুন পোশাক পরেছে, তাও খুলে পড়ছে- এদের গা-গতর থেকে বমনের যাবতীয় দুর্গন্ধ বের হয় এদের শ্পর্শ করা যায় না। এরা ক্রোধে মত্ত এরা গিরগিটি এরা ঘড়িয়াল, এদের আওতায় জলাশয় রাখা যায় না। এমন ঘণ্টা বাজাও এরা যেন বধির হয়ে যায়, এমন আলো জ্বালো এরা যেন অন্ধ হয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.