আমাদের কথা খুঁজে নিন

   

তারুন্যই পরিবর্তন ঘটাবে, শীতার্তদের পাশে আমার এলাকার তরুণেরা(সিটিজেন জার্নালিজম)

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। দেশের উত্তরবঙ্গে প্রচন্ড শীতে মারা যাচ্ছে অনেক মানুষ। ব্লগের ভেতরে শীতার্তদের সাহায্য করার এই কাজটা অনেক দিন ধরেই হয়ে আসছে। প্রশংসনীয় উদ্যোগের সফল বাস্তবায়নও হয়েছে।

শনিবারের ছুটিতে বাসায় বসে কাজ করছি। এমনসময় শুনতে পেলাম মাইকে শীতার্তদের জন্য সাহায্যের আহ্বান। যেসব শীতের কাপড় এবার দেব বলে গুছিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ চলে গেলাম। এলাকার তরুণেরা নিজেদের উদ্যোগে শুরু করেছেন শীতার্তদের সাহায্য করার মহতী কর্মকান্ড। আসুন তাদের কাছ থেকেই জানি কি তাদের ভাবনা এবং পরিকল্পনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।