আমাদের কথা খুঁজে নিন

   

90 millas (2005) আমেরিকা পাড়ি দেওয়ার করুণ পরিণাম...মূভি

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ফিদেল ক্যাষ্ট্রো কিউবার ক্ষমতায় আসার পর সে দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। আর পৃথিবীর অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র হয়ে যায় কিউবার শত্রু। এরই মধ্যে ১৯৬২ সালে অক্টোবর তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপনাস্ত্র মোতায়েন করার জন্য প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট কেনেডি তাকে নৌবাহিনী দ্বারা ঘিরে অবরুদ্ধ করে রাখেন কয়েকদিন। এটা পৃথিবীর ইতিহাসে কিউবান সংকট নামে পরিচিত। মার্কিনিদের ভয় ছিল মাত্র ৯০ মাইল দূরের দেশ কিউবাতে সোভিয়েত ক্ষেপনাস্ত্র মোতায়েন তার দেশের জন্য হুমকি! সে যাই হৌক মস্কো কোন রকম শর্ত ছাড়াই কিউবা হতে তাদের ক্ষেপনাস্ত্র সরিয়ে নেয়।

বস্তত সাবেক পূর্ব ইউরোপের মত কঠোর সমাজতান্ত্রিক ব্যাবস্থার জন্য বহু লোক বিভিন্ন ভাবে আমেরিকায় পাড়ি জমায়। সবচেয়ে সহজ ছিল সমুদ্র পথে ঐ ৯০ মাইল পাড়ি দিয়ে আমেরিকার ফ্লোরিডা রাজ্যে পৌছানো। এ রকম একদল কিউবান যৌথ পরিবার ও এক ব্যাক্তি ভেলায় চড়ে স্বপ্নের দেশ আমেরিকায় পৌছানোর চেষ্টার কাহিনীর উপর নির্ভর করে মুভি 90 millas। লেখক Jorge Herrera এর কাহিনী এবং Francisco Rodríguez Gordillo পরিচালনায় স্পেনের ছবিটি ২০০৫ সালে নির্মিত হয়েছে। কিউবান নিরাপত্তা বিভাগ, প্রাকৃতিক বৈরিতা, ড্রাগ ও চোরকারবারীদের উৎপাতও এখানে জড়িত।

এই মূভিটি ২০০৭ সালে দেশে থাকতে স্পেনের জাতীয় টিভি নেটওয়ার্ক TVEর কল্যাণে দেখার সুযোগ হয়েছিল। তারপর নেটে অনেক খুজেছি কিন্তু পাই নি। তবে সম্প্রতি এর খোজ পেলাম; Click This Link উপরের এই ডাউনলোডের লিংকে পার্ট-৩ ও পাট-৬ নেই। এগুলো যথাক্রমে; http://www.megaupload.com/?d=JV2XIY2V http://www.megaupload.com/?d=099PXHDE হতে পাওয়া যাবে। সবই রার ফরমাটে আছে।

এক সাথে এক্সট্রাক্ট করলেই হবে কোন পাসওয়ার্ড লাগবে না। আশা করি ছবিটি আপনাদের ভাল লাগবে!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.