আমাদের কথা খুঁজে নিন

   

ZoomUltra PhotoBuzz Gallery 'র প্রতিযোগিতার সের ৫০ টি ছবি নিয়ে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ধানমণ্ডির দৃক গ্যালারীতে প্রদর্শনী চলবে।

নতুন আলোয় সবাইকে আমন্তন.......... স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করেছে বিজ্ঞাপনী সংস্থা ক্রিয়েটো। প্রতিযোগিতার শিরোনাম " বাংলাদেশকে চেনো " । এতে অংশগ্রহণের জন্য প্রতিযোগীকে তার তোলা পছন্দের ছবিগুলো ক্রিয়েটোর ফেসবুক পাতায় (http://www.facebook.com/creatobd)) আপলোড করতে হবে। এরপর ছবিগুলোতে ফেসবুক ব্যবহারকারীদের দেওয়া ‘লাইক’ এর সংখ্যা ও অভিজ্ঞ বিচারকদের নম্বরের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করা হবে। সম্মানিত পর্যবেক্ষক ও বিচারকগণ এখন অবশ্য ছবি জমা ( আপলোড) করার সময় শেষ।

তবে যারা ছবি জমা দিয়েছেন তাদের " Like" বাটনে ক্লিকের মাধ্যমে আপনারা ভোট দিতে পারবেন। মোট ১৬৪ টি ছবি জমা পড়েছে। তার মধ্যে ৫০ টি ছবি নিয়ে ২৫-২৬ ডিসেম্বর ধানমণ্ডির দৃক এ প্রদর্শনী হবে। ছবিগুলো থেকে ১২টি ক্যাটাগরির মাধ্যমে ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে। সুখের কথা এই যে আমার মামার দুইটা ছবি১৬৪ টি ছবির মধ্যে নমিনেশন পেয়েছে।

যা আপনারা দৃকে দেখতে পারবেন। আপনাদের ফেসবুক আইডি থেকে লাইক এর মাধ্যমে, ছবি দুটো সেরা তিনটি ছবির একটি হতে পারবে। লিঙ্ক দেওয়া হলোঃ প্রথম ছবি দ্বিতীয় ছবি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।