আমাদের কথা খুঁজে নিন

   

সেরা বাজে আম্পায়ারিং বাংলাদেশের বিরুদ্ধেই হতে হয়।

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে আমি নিশ্চিত আপনারা যদি ভিডিওটা দ্যাখেন তাহলে ডক্ট্রোভ কে খুন করতে চাইবেন। পাকিরা আপিল করলেই যে খালি হাত উঠায় কিছু না দেইখাই। আর আমরা আপিল করলেই মুখ ঘুরায়া ফেলায় এই কালপ্রিট। যাদের ভিডিও দেখার টাইম নাই তাদের জন্য কিছু অষ্পষ্ট ছবি দিলাম । তবে খেলা যদি না দেখে থাকেন এক্টু কষ্ট কইরা ভিডিও টা দ্যাখেন আর ডকট্রোভ বুনো শুয়োর টারে এক্টু গালা গালি কইরা যান।

দেখুন অফস্টাম্পের এক হাত বাইরের বল। পাকিরা আপিল করার সাথে সাথে হাত উঠায়া দিছে। বাংলাদেশ তখন সবে ব্যাটিং শুরু করেছে। আগের ম্যাচে ভালো করা নাজিমুদ্দিনেরে আউট দিলো ০ রানে। মিডস্টাম্পে বল বাংলাদেশ চিল্লায়া গলা ফাটাইলেও ডক্ট্রোভ মুখ ঘুরায়া নিছে।

ইলিয়াস সানির ব্যাট প্যাড হইছে অথচ হালায় সাথে সাথে হাত তুইলা দিছে দ্বিতীয় ইনিংসে টেস্ট ড্র যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিলো। তামিম খেলছিলো তার স্বভাবজাত খেলা। চারটা কি পাচটা দর্শনীয় চার ও মেরে ফেলেছে । তখনই ডুবাইলো সেই ডক্ট্রোভ। হেলমেটে বল লেগেছে অথচ কট বিহাইন্ড দিছে।

ঠিক তার পরের বলেই আগের ইনিংসে ৯৭ করা নাফিস রে ঘরে ফিরায়া দিলো বিতর্কিত এল বি দিয়ে। বলে স্টাম্পের অনেক উপরে। ভিডিওর লিংক http://www.youtube.com/watch?v=H0uZFE7EV1M ভিডিওটা দ্যাখেন আর মনের মাধুরী মিশায়া হালারে কিছু গালি দেন। ভিডিওটার লিংক দিয়ে এইখানে ডক্ট্রোভের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবং প্রতিবাদস্বরুপ একটা মেইল করতে পারেন। মেইল আইডিটা এইখান থেকে পাওয়া।

Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।