আমাদের কথা খুঁজে নিন

   

প্রভারে বিয়া কর্তে না পারার আফসোসে বুক্টা ফাইটা যাচ্চে - সপাই আমাকে বড় মনের মানুষ বল্তো - এমন সুযোগ লাখে একটা, বিশাল মিস হয়া গেসে

প্রভা বিবাহ করসে বরের নাম মাহমুদ শান্ত তিনি বরিশালের মানুষ, মাল্টিন্যাশনালে চাক্রি করেন এইগুলা পুরান খবর তবে গরম খবর কেন? কারণ প্রভার একটা ভিড্যু বাইর হৈসিল, আমরা সেইটা মনযোগ দিয়া দেখসি, আরেকজনরে ডাইকা দেখাইসি প্রভার নাম শুনলেই ভিডিওর কোন নির্দিষ্ট দৃশ্যকে চোখের সামনে ভাসিয়ে তুলেছি মাহমুদ শান্ত বিয়া করসে বৈলা খুশীও হই নাই, দু:খও পাই নাই বিরক্ত হৈসি শান্ত প্রভারে বিয়া করসে বৈলা না, মানুষের ভন্ডামি দেইখা শান্তরে বিরাট মনের মানুষ বৈলা সার্টিফিকেট দিতাসে দিক, সার্টিফিকেট দেয়া কঠিন কিছু না, দেয়াই যায় কিন্তু ভিড্যু বাইর হৈলে ঝাপায়া পড়া ক্যান? যার ভিড্যু দেইখা লোল পড়সে তার জন্য আবার শুভকামনা দেখানো ক্যান? ভিড্যু দেখার সময় এইসব মনে ছিল না? ভন্ডামির শেষ নাই আমিও অপেক্ষায় আছি বেটার লাক নেক্সট টাইম শান্ত প্রভারে ছাড়লেই অকে? এই পাগলা পোস্টের কারণ প্রথম আলোর এই নিউজটার কমেন্টগুলা Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।