আমাদের কথা খুঁজে নিন

   

বারনাবাসের বাইবেল-এর DOC ভার্সন

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। বাইবেলের অনেক রূপ আছে। তার একটি হল অতি সম্পরতি আবিষ্কৃত বারনাবাসের বাইবেল। ধারণা করা হয়, এইটি এখন পর্যন্ত পাওয়া একমাত্র অবিকৃত বাইবেল। এর অনেক কিছুর সাথেই পরবর্তি কালে আসা কোর'আনের অনেক যায়গায় মিল পাওয়া যায়।

খুব সম্ভব কোর'আন কোম্পোজ-কালীন সময়ে বারনাবাসের বাইবেলে পাওয়া কাহিনীগুলো অবিকৃত বা সামান্য বিকৃত অবস্থায় ঐ সব অঞ্চলে চালু ছিল। সে কারনে মক্কার লোকেরা কম-বেশী এই সব কাহিনী জানতো। কেননা হজ্জ বা কাবাতে তীর্থ করতে আসা বিদেশীরা বাণিজ্য আর টাকার সাথে সাথে এই সব কাহিনী নিয়েও আসত। বিত্তশালী মহিলার ম্যানেজার হিসাবে ততকালীন খ্রীষ্টানদের জায়গা সিরিয়া থেকে এই সব কাহিনী শুনে ছিলেন আব্দুল্লাহ-আমিনার পুত্র। তাই মনে হয়, খ্রীষ্টানদের অনেক প্রশ্নের উত্তর দেবার জন্য বাইবেলের প্রচলিত কাহিনী কোর'আন-এ ঢোকানো হয়েছে।

কিন্তু কোর'আনে যা বাইবেলের কাহিনী হিসাবে বলা আছে, সেইগুলো বর্তমানের বাইবেলে পাওয়া যায় না। কিন্তু বারনাবাসের বাইবেল পড়লে বোঝা যাবে, কোর'আন-এর তথ্যসূত্র কোথায়। আমি অনেক দিন ধরেই এইটা খুঁজছিলাম। তবে ঢিলেমি যে ছিল না খোঁজায়, তা বলব না। এখন এর একটা 'ডক' ফরমেট পেলাম।

সেইটা সবার জন্য দিচ্ছি এইখানেঃ True Gospel of Jesus: according to the description of Barnabas his apostle . [ প্রিয় পাঠকঃ আগেই বলে রাখি, বারনাবাসের বাইবেল আর কোর'আনের তথ্য প্রায় কাছাকাছি। তাই এই বিষয়ের উপরে ফোকাস করে লিখুন, অন্য তর্কে গেলে হয়তো আপনার মন্তব্য থাকবে কিন্তু আমি কোন মন্তব্য করবো না। ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।