জীবনের গল্প আছে বাকি অল্প মতিঝিলে গণহত্যা হয়নি, মোল্লারা মিথ্যাচার করছে: ইনু তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে ইসলাম বিপদে নেই। মতিঝিলে গণহত্যা হয়নি। কতিপয় মোল্লা এবং রাজনৈতিক নেতা শাপলা চত্বরের ঘটনায় মিথ্যাচার করছেন। রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনু গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষতা ও ভারসাম্য রক্ষার নামে অপরাধীদের পক্ষ নেবেন না। তিনি বলেন, মিডিয়ার উচিত কালোকে কালো এবং সাদাকে সাদা বলা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান তথ্য কমিশনার মো: ফারুক, তথ্য সচিব মুরতজা আহম্মেদ, তথ্য কমিশনার আবু তাহের, অধ্যাপক ড.সাদেকা হালিম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ চৌধুরী প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।