লেখা-লেখির মাধ্যমে দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা আছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। আমার এই লেখাটি সবাই না পড়লেও চলবে। এই লেখাটি শুধুমাত্র তাদের জন্য যারা বাংলাদেশর সৌন্দর্য নিয়ে নাক ছিটকায়। কেওক্রাডংয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলাম আমারা ৩ জন।
রুমা বাজার যাওয়ার উদ্দেশ্যে যখন সাঙ্গু নদী পার হচ্ছিলাম তখন নৌকার মধ্যে পরিচয় হল আরো ২ জনের সাথে তারাও কেওক্রাডংয়ে যাবে। গোধূলী লগ্নে আমরা রুমা বাজারে গিয়ে পৌছলাম। সেখানে রাত থাকলাম। বৃষ্টি দেখে ১ জন সিদ্ধান্ত নিল সে যাবে না। পরদিন আমরা ৪ জন যাত্রা শুরু করলাম বগা লেকের উদ্দেশ্যে।
বৃষ্টি আর খাড়া পথ প্রথমে আমাদেরকে সঙ্কিত করলেও পথের দু ধারের পাহাড় আর মেঘের লুকোচুরি পুলকিতও করেছে। পথের দু'পাশে আরো রয়েছে সুমিষ্ট আম, কাঁঠাল ও আনারসের সমারহ। ইচ্ছা করলেই আপনি চেখে দেখতে পারেন। কেউ বাধা দিবে না। ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বগা লেকে পৌছলাম তখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে অভিন্দন জানাল।
বগা লেকের স্বচ্ছ পানিতে গোসল করে আমাদের ক্লান্তি দূর করলাম। রাতটা বগা লেকে কাটিয়ে সকালে যাত্রা শুরু কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। পথে পড়ে সাদা চিংডি ঝর্ণা, দার্জিলিং পাড়া। আমরা যখন কেওক্রাডংয়ে উঠছিলাম তখন শুরু হয় প্রচন্ড বৃষ্টি। বৃষ্টিকে উপেক্ষা করে আমরা আমাদের স্বপ্নের কেওক্রাডংয়ে উঠলাম।
কেওক্রাডংয়ের উপরে উঠার পর মেঘ এসে আমাদেরকে ঢেকে ফেলল। সে যে কি চমৎকার দৃশ্য তা লিখে বুঝানো যাবে না। মেঘের এই আলতো পরশ ৩৩ শ ফুট উপরে উঠার ক্লান্তিকে নিমিষেই শেষ করে দিল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।