আমাদের কথা খুঁজে নিন

   

ইরান-যুক্তরাষ্ট্র রাজনৈতিক ফুটবলে তেহরান ২-০ গোলে এগিয়ে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক খেলায় তেহরান কীভাবে ২-০ গোলে এগিয়ে গেল, সেটি সবার প্রশ্ন। এ প্রশ্নের উত্তর দেয়ার আগে অতি সংক্ষেপে খেলা কখন শুরু হলো তা জানা দরকার। ১৯৭৯ সালে ইমাম খোমেনি'র নেতৃত্বে ইরানে ইসলামি বিপ্লব বিজয়ের পর এ খেলা শুরু হয়। ১৯৭৯ সালেই ইরানি ছাত্ররা মার্কিন দূতাবাস দখল করে কূটনৈতিক ছদ্মবেশে তেহরানে অবস্থানরত মার্কিন গুপ্তচরদের আটক করে। পরে ও গুপ্তচরদের মুক্ত করতে আসা মার্কিন কমান্ডো বাহিনী ইরানের তাবাস মরুভূমিতে প্রকৃতির নির্মম প্রতিশোধের শিকার হয়।

এ ধরনের ঘটনা বলতে গেলে পোস্ট লম্বা হয়ে যাবে। সম্প্রতি ইরানের আকাশসীমায় প্রবেশকারী মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ থেকে ছিনিয়ে মাটিতে নামান ইরানি বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র প্রায় এক সপ্তাহ যাবত ইরানের ওই দাবির ব্যাপারে কোন উচ্চবাচ্য করেনি। পরে ইরান ড্রোনটির ভিডিও ফুটেজ সম্প্রচার করার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তেহরানের কাছে ড্রোনটি ফেরত দেয়ার আহবান জানান। সাম্প্রতিক খেলায় ১-০ গোলে এগিয়ে যায় ইরান।

এরপর গত ১৭ ডিসেম্বর ইরান মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র একজন গুপ্তরচরকে আটকের খবর দেয়। যুক্তরাষ্ট্র এবারও কোন টু শব্দ করেনি। কিন্তু ইরানি টেলিভিশন এবারও ইরান সরকারের দাবির সমর্থনে এগিয়ে আসে। প্রচারিত হয় ওই মার্কিন গুপ্তচরের সাক্ষাতকার, যেখানে ও অকপটে তার গুপ্তচরবৃত্তির মিশনের কথা স্বীকার করে। Click This Link এরপর আজ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সিআইএ'র গুপ্তচরকে অবিলম্বে ফেরত দেয়ার জন্য ইরানের প্রতি আহবান জানিয়েছে।

Click This Link ফলে আপাততঃ এ খেলায় আরো এক গোলে এগিয়ে রইল ইরান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।