যুক্তি দিয়ে কথার মারপ্যাচ ভালোই বুঝি... গুগল অ্যাডসেন্স চেক ভাংগানোতে ব্যাপক ঝামেলায় পড়েছি। জনতা ব্যাংক এর সাথে কথা বলেছিলাম, তারা প্রথমে চেক ভাংগানো যাবে বললেও ১০ দিন পর জানাচ্ছে তারা এই চেক ভাংগাতে পারবে না। আজ সিটি ব্যাংক এন এ (সিআইটিআই) সাথে কথা বললাম। তারা বলছে লোকাল ব্যাংক থেকে ভাংগাতে হবে, তাদের ব্যাংক ফর কর্পোরেট ইউজার। আজকে আবার কথা বললাম ইসলামী ব্যাংকের সাথে তাড়াও সঠিক উত্তর দিতে পারলোনা।
বরং আমাকে তাদের ফরেন এক্সেঞ্জ ব্রাঞ্চে যোগাযোগ করতে বললেন। কিছু দিন আগে কথা বললাম সাউথ ইস্ট ব্যাংকের সাথে, তাড়াও সঠিক উত্তর দিতে পারে নাই। ৫-৬ জনের ডেস্ক ঘুরার পর একজন জানালো ৫০ ডলার ফি কাটবে।
কি যে করি, গুগল এডসেন্স চেক কি তাহলে ভাংগাতে পারবো না??? আমার সংগ্রহ খুবই কম। ১০৬ ডলার।
এখান থেকে ৫০ ডলার কেটে ফেললে আর থাকেই বা কি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।