আমাদের কথা খুঁজে নিন

   

Play Station 2 নিয়ে কিছু জিজ্ঞাসা।

জীবনটা দুই দমের......এক কদমেই যেন কেউ হার না মানে ভাইয়া ও আপুরা, ঠাণ্ডা কেমন উপভোগ করতেসেন?? ঠাণ্ডা মনে হয় আজকে একটু বেশিই পরসে। এই ঠাণ্ডাটা উপভোগ করতে করতে আমারে একটু হেল্প করেন। আপনারা যারা Play Station 2 ব্যবহার করেন তারা একটু আওয়াজ দেন। Play Station 2 নিয়া আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা Play Station 2 এর চিপ নিয়া।

আমারটাতে এখনো চিপ লাগানো হয় নাই। চিপ না লাগানোর কারণে আমি আসল সিডি ছাড়া গেম খেলতে পারতেসিনা। কিন্তু চিপ লাগাইতে গিয়া পরলাম আর এক বিপদে। বসুন্ধরাতে চিপ লাগাইতে গিয়া জানলাম চিপের নাকি আবার আসল/নকল আছে। কিন্তু সব দোকানদারই বলতেসে তার টা আসল অন্যদেরটা নকল।

শেষ পর্যন্ত আমি নিজেই নাকাল হইয়া ফেরত আসলাম। এখন আপনারা আমারে একটু উপায় বাতলান আমি কি করব?? উল্লেখ্য দোকানগুলোতে ৯৫০-১৮০০ টাকা চেয়েছে। আপনারা যদি কেউ এই চিপের আসল নকল সম্পর্কে কিছু জানেন বা এইটার আসল দাম সম্পর্কে কিছু জানেন দয়া কইরা শেয়ার করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।