এর আগে একটা পোস্ট দিয়েছিলাম. অনলাইন আর্নিং বিষয়ক টিপস- (শুধুমাত্র নতুনদের জন্য) । সেখানে অনেকেই মিনিজবের বিষয়ে জানতে চেয়েছিলেন। এই মুহূর্তে অনেকগুলো এবং ভাল পেমেন্টের মিনিজব available আছে। সুতরাং আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনিও কাজ শুরু করতে পারেন এখনি। তবে মিনিজব করতে হলে অবশ্যই আপনাকে নিওবাক্স , ক্লিকসেন্স কিংবা প্রোবাক্সে একাউন্ট করতে হবে।
এদের মধ্যে নিওবাক্সটা কে আমি বেশি প্রিফার করি। কিন্তু নিওবাক্সের সিকিউরিটি সিস্টেম একটা বেশি কড়া। এক কম্পিউটার বা আইপি থেকে একাধিক একাউন্ট করতে চাইলে উভয় আইডি ইন্সট্যান্ট (কোনো নোটিশ ছাড়া) সাসপেন্ড করে দেয়। আবার প্রক্সি ব্যবহার করলেও সাসপেন্ড করে দেয় এবং শুরুতে কোনো এ্যাড এ ক্লিক করতে দেয় না। অন্যদিকে ক্লিকসেন্স বা প্রোবাক্স এদিক থেকে একটা নিয়ননীতিতে শিথিল।
উল্লেখ্য যে, যদি কেউ নতুন একাউন্ট করে কাজ করতে চান, তাহলে শুরুতে অবশ্যই অনলাইন আর্নিং বিষয়ক টিপস- (শুধুমাত্র নতুনদের জন্য) লেখাটা পড়ে নেবেন। পেমেন্ট সংক্রান্ত তথ্যগুলোও সেখানে পাবেন। আর কোনো প্রশ্ন থাকলে জানাবেন প্লিজ। ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।