আমাদের কথা খুঁজে নিন

   

টেকনোজিনিয়াস সতর্কবাণী

সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... একটি ঘটনা : ২৪ শে জুন ঘরে আগুন লেগে ২৫ বছরের সন্তানকে হারিয়েছেন জনৈক পিতা- মাতা; University of Wisconsin-Madison থেকে গ্রাজুয়েট হবার ২ সপ্তাহ পূর্বে ছেলেটি তার বাবা মায়ের সাথে দেখা করতে বাড়িতে আসে; ঘটনাটি ঘটবার আগের দিন ছেলেটা হোস্টেলে ফিরে যাবার ইচ্ছা প্রকাশ করে কিন্তু তার বাবা-মা বাড়িতে না থাকায় তাকে আরও কয়েকদিনের জন্য থেকে যেতে হয় এবং অপেক্ষার সময়টিতে কাজ গুছিয়ে নিতে থাকে ল্যাপটপ-এ ... একদিন ভোরবেলা প্রতিবেশীরা পাশের বাড়িতে ধোঁয়া দেখতে পাবার রিপোর্ট করে; কিন্তু ইমারজেন্সি সার্ভিস এসে পৌঁছাতে আগুন সারা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ছেলেটির মৃত্যু ঘটে কারণ দর্শানো বেশ কিছু দিন তদন্তের পর দেখা যায়, কাজ শেষে বিছানায় ল্যাপটপ চালু রেখেই ঘুমিয়ে পড়ে ছেলেটি; যার কারণে কুলিং ফ্যান দিয়ে বাতাস যেতে পারছিল না এবং বিছানা গরম হয়ে আগুন লেগে যায়; ঘুমে থাকার কারণে আগুনে নয় কার্বন-ডাই-অক্সাইড ছেলেটির স্বাভাবিক প্রতিক্রিয়া বন্ধ করে দেয়; তাই উঠে পালাবে যে সেই উপায় ও ছিল না করনীয় বিছানায় ল্যাপটপের নিচে কিছু না রেখে ইউজ করলে বাতাস যেতে পারে না; এর কারণে অনেক সময় রিস্টার্ট নেয় বা স্লো হয়ে থাকে ল্যাপটপ; কিংবা নষ্টও হয়ে যেতে পারে প্রসেসর অনেক ভোগান্তির করণ হয়ে উঠতে পারে এভাবে ইউজ করাটা; ল্যাপটপ চালানোর সময় তাই কুলিং ফ্যানে বাতাস যাবার রাস্তা ফাকা রাখুন; অনেক ফায়দা না হোক; কিছু ক্ষুদ্র ঝামেলা এড়ানো যাবে এবং অন্তত এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না কিছু কথা : ল্যাপটপ তো অটো বন্ধ হয়ে যাবার কথা; মাদারবোর্ড গরম হলে তো তাই হয়; আগুন লাগাটা বেশ রহস্যের মত, তবে হতে পারে- বিচিত্র নয়; পাথর-পাথরেও তো আগুন হয়; কে যেনো বলেছিল, মোবাইল ফোন ব্যবহার করায় ফিলিং স্টেশনে আগুন লেগে গিয়েছিল; এরকম ব্যতিক্রমধর্মী বা আপাত-ব্যতিক্রমধর্মী ঘটনা এখানে-ওখানে ঘটেই থাকে তাই ল্যাপটপ ভাল রাখতে কুলিং ব্যবস্থা জরুরী, না হলে ল্যাপটপের লাইফ-টাইম খুবই সীমিত হয়ে যায় : তাই আসুন আর একটু সতর্ক হই স্বাভাবিক জীবন পরিচালনায়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.