তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম সেদিন বললাম যে মিডিয়াফায়ার/মেগাআপলোড/ফাইলসনিক এই ৩ টা সাইট থেকে ডাউনলোডিং এর সময় আমি রিজিউম পাই, অনেকের কাছেই ব্যাপারটা জানা ছিলো না। তাই ভাবলাম এই অসাম কমপ্লিট ফ্রি ডাউনলোড ম্যানেজার টা সম্মন্ধে লিখি।
সফটওয়্যারটার নাম, মাইপোনি ডাউনলোড ম্যানেজার। যেহেতু ফ্রি তাই নিশ্চিন্তে ডাউনলোড করে নিন, কোন ক্র্যাক/প্যাচ নেই।
মাইপোনি ডাউনলোড ম্যানেজার - ডাউনলোড করতে ক্লিক করুন ।
এরপর সেটআপ করে নিন। চালুও করুন।
কেনো এই ডাউনলোড ম্যানেজার:
১. মিডিয়াফায়ার/মেগাআপলোড/ফাইলসনিক থেকে আনলিমিটেড রিজিউম। তবে ফাইলসনিক এর ক্ষেত্রে রিজিউম এর সময় আপনাকে ক্ষেত্রবিশেষে ওয়েট করতে হতে পারে আবার ক্যপাচাও দিতে হতে পারে। তবে ডাউনলোড শুরু হবে এটা নিশ্চিত।
ওয়েট করানোর ব্যপারটা যেহেতু মেগাআপলোড আর ফাইলসনিক এর নিজস্ব ব্যপার তাই মাইপোনির কিছু করার নাই। ক্যপচাটাও ফাইলসনিক এর তাই ডাউনলোড শুরুর আগে তা আপনাকে এন্ট্রি করতেই হবে।
২. ডাউনলোড করা .০০১,.০০২,.০০৩ ইত্যাদি পার্ট ফাইলগুলো জোড়া লাগনোর জন্য HJSplit সফটওয়্যারটা আলাদাভাবে লাগবে না। এটি নিজেই এই কাজ করতে পারে। জয়েন ফাইল অপশন এতে আছে।
৩. ডাউনলোড করা ফাইল যদি .RAR ফরম্যাট এ থাকে তাতেও সমস্যা নাই। ডাউনলোড হয়ে গেলে সে নিজেই সব পার্ট (যদি পার্ট পার্ট করে থাকে) একটার পর একটা এক্সট্র্যাক্ট করে ফাইলের নামে ফোল্ডার করে রাখতে পারে।
৪. ফাইলে পাসওয়ার্ড থাকলে লিংক যখন এ্যাড করবেন তখনই পাসওয়ার্ড দিয়ে দিলে যখন একটার পর একটা ফাইল ডাউনলোড করবে তখন আর পাসওয়ার্ড দেয়া লাগবে না, আপনার দেয়া পাসওয়ার্ড সে নিজেই দিয়ে নিবে। তবে ক্যাপচা কিন্তু দিতে পারবে না।
৫. ব্রাউজিং বা অন্য কাজকে পাশাপাশি চলতে দেওয়ার জন্য সে নিজেই নিজের ডাউনলোড স্পিড কম/বেশি করে নিতে পারে।
যেমন, ডাউনলোড চলছে আর আপনি সামু ওপেন করলেন। এখন যতক্ষণ সামু আসবে ততক্ষণ সে নিজের স্পিড কমায় রাখবে প্রয়োজনমতো। সামু লোড হয়ে গেলে সে আবার নিজের স্পিড বাড়ায় ফুল করে নিবে। আবার কোথাও ক্লিক করলে সে ঐ কাজ না হওয়া পর্যন্ত স্পিড কমায় রাখবে, কাজ হয়ে গেলেই আবার নিজের স্পিড ফুল করে নিবে। এই সুবিধাটা কিভাবে কাজে লাগে তা ব্যবহার করতে গেলেই বুঝতে পারবেন।
৬. একে কিন্তু লিংক জেনারেট করে দেওয়া লাগে না। শুধু যেই পেজ এ ফাইল আছে সেই পেজ এর লিংক দিলেই ও যতবার দরকার হবে নিজেই লিংক জেনারেট করে নিবে। যেমন http://www.mediafire.com/?4e35nbbyxlwo5r5 এই লিংকে গেলে দেখবেন একটি ফাইল আছে। তো এখানকার ডাউনলোড বাটনে ক্লিক করলে তবেই তো লিংক জেনারেট হয় তাই না? কিন্তু মাইপোনি এর ক্ষেত্রে তা না। ওকে শুধু উপরের লিংকটি দিলেই ও যতবার আপনি রিজিউম করবেন ততবার লিংক জেনারেট করে নেবে।
সমস্যা:
সমস্যা হলো যে বিভিন্ন সাইট, বিশেষ করে মিডিয়াফায়ার মাঝে মাঝেই নিজেদের ডাটাবেজে কী যেনো একটা চেঞ্জ করে আর তখন মাইপোনি লিংক ডিটেক্ট করতে পারে না। অর্থাৎ, লিংক দিলে সে দেখায় যে এই লিংকে কোন ফাইল নাই। কিন্তু আপনি যদি নিজেই ঐ ফাইলটার উপরে রাইট ক্লিক করে রিনেম করে একটা নাম দিয়ে ডাউনলোড করতে দেন তো দেখবেন যে মাইপোনি ডাউনলোড শুরু করছে। তবে সমাধান হচ্ছে, একটু অপেক্ষা করবেন, ১ টা গোটা দিনও অপেক্ষা করতে হতে পারে। মাইপোনি নিজেই ডাটাবেজ আপডেট করে নিবে।
তারপর আপনাকে মাইপোনি রিস্টার্ট করতে বলবে। যদি দেখেন যে ১ দিনেও করছে না, তাহলে মাইপোনি এর ব্লগে যে রিসেন্ট যে পোস্ট আছে তার কমেন্টের থরে সমস্যার কথাটা লিখে আসতে পারেন। যদিও সম্পূর্ণ ফ্রি তারপরও আমি বুঝতে পারি না কেনো তারা তাদের এই সফটওয়্যার এর এত যত্ন নেয়। মাঝে মাঝেই আপডেট ভার্সন আসবে। অবশ্যই আপডেট করে নিবেন।
যাই হোক একটা ছোট্ট টিউটোরিয়াল এর মাধ্যমে মাইপোনি এর ব্যবহার দেখায় দিবো। নীচের লিংক গুলো Conan the Barbarian (1982) BRRIp 1080p 2.5GB এর, কেনো জানি লিংক গুলো না দেখায়ে Click This Link এর পেছনে ফেলে দিছে। সরি ফর দ্যাট। আপনারা চাইলে যেকোন একটা লিংক দিয়েও ট্রায়াল দিতে পারেন।
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
Click This Link
এখন প্রথমেই আমরা লিংক গুলাকে মাইপোনি এর Add Links ট্যাব এ এ্যাড করবো।
প্রথমেই সব গুলো লিংক কপি করে নিন। তারপর নীচের মতো করে কাজ করুন,
[ছবি বড় করে দেখার জন্য ছবি গুলো আলাদা ট্যাব এ ওপেন করুন]
উপরের ছবিটিতে দেখুন লিংক গুলো ডিটেক্ট করে তাদের নাম সহ সাইজ দেখাচ্ছে। কিন্তু কিছু কিছু লিংকের ফাইল সাইজ ঠিকমতো দেখাচ্ছে না (কালো বর্ডারে চিহ্নিতগুলির)।
এটা এই জন্য যে ওগুলোতে পাসওয়ার্ড দেওয়া আছে। ডাউনলোড শুরু হলেই অরিজিনাল সাইজ শো করবে।
এবার নীচের Download to Selected Folder (সবুজ বর্ডার এ চিহ্নিত) অপশনে ক্লিক করুন। নীচের মতো উইন্ডো পাবেন।
এখানে কমলা বর্ডারে চিহ্নিত অংশগুলোতে কোথায় সেভ হবে তা দেখিয়ে দিন আর তার নীচে সবুজ বর্ডারে চিহ্নিত অংশে ডাউনলোড এর জন্য পাসওয়ার্ডটি দিন। যেমন আমি যেখান থেকে লিংক নিছি ওদের দেওয়া পাসওর্য়াড হচ্ছে mediafire4u.com যেটা আমি ওখানে দিছি। হয়ে গেলে ok করুন।
নীচের মতো ডাউনলোড গুলো এ্যাড হয়ে যাবে।
এবার এর টুল গুলো সম্মন্ধে একটু বলি। নীচের ছবিতে দেখুন,
Downloads - এখানে থাকাকালীন ডাউনলোড লিস্টটা দেখায়।
Add Links - এতে কি করতে হয় তাই তো এতক্ষণ বললাম।
Browse And Download - এটা একটা ব্রাউজার।
কখনই আপনার দরকার হবে না।
Statistics - এখানে আপনাকে আপনার ডাউনলোডিং এর স্ট্যাটিসটিক্স দেখাবে। যেমন মোট কথ সময় ডাউনলোড হইছে, কোন সার্ভার থেকে কি পরিমাণ ডাউনলোড হইছে, ইত্যাদি।
Capture - এটা সিলেক্টেড থাকলে, যখনি আপনি কোন লিংক কপি করবেন সেটা এটা ক্যাপচার করে ডিটেক্ট করে বসে থাকবে। আননেসেসারি।
সিলেক্টেড থাকলে, আনসিলেক্ট করে দিন।
Downloaded - এটাতে হিস্টোরি দেখায়, কবে কখন কোন ডাউনলোড শেষ হইছে তার।
Join Files - এটার মাধ্যমে ডাউনলোড করা পার্টস জয়েন করা হয়। এটাতে ক্লিক করলে নতুন উইন্ডো আসবে, সেখানে .001 ফাইলটা দেখায় দিয়ে কোথায় জয়েন করা ফাইল রাখবে তা দেখায় দিয়ে স্টার্ট এ ক্লিক করলেই জয়েন হয়ে যায়।
Options - এখানে যাবতীয় অপশন আছে।
সবগুলোই যে কেউ বুঝতে পারবেন তাই ডিটেইল বলি নাই। আমি নীচের মতো করে কনফিগার করে রাখছি। কেউ চাইল চেক করে নিতে পারেন।
নীচের কনফিগারেশনের মাধ্যমে আপনি .RAR এক্সট্র্যাকশনের কাজটি করতে পারেন।
একটা সতর্কীকরণ :
কোন ডাউনলোড শেষ হয়ে গেলে তাতে রাইট ক্লিক করে কখনোই Cancel করবেন না।
এতে ডাউনলোড করা ফাইলটাই ডিলিট হয়ে যায়। সব নীচের Clear Completed Download অপশনটা সিলেক্ট করবেন।
ওকে, অনেক লিখলাম। যাই হোক, এর ডাউনলোড স্পিড আইডিএম এর চেয়ে ৩-৪ কিলোবাইট কম হয়। তবে সুবিধা হলো রাতে ডাউনলোড করা।
তবে আমি ডাউনলোড করি ২ ভাবে। যখন পিসিতে থাকি কিন্তু কোন কাজ থাকে না তখন আইডিএম দিয়ে। বাকি সময় মাইপোনি দিয়ে। দুটোই মিডিয়াফায়ার এর রিজিউম দেয়, সো সমস্যা হয় না। তবে ফাইলসনিক এর ক্ষেত্রে আইডিএম রিজিউম দেয় না, এটাই সমস্যা।
গত ৩ মাস ধরে ব্যবহার করছি। অসাধারণ। এ পর্যন্ত শুধু ২ টা সকালই মাইপোনি আমার খারাপ করছে যখন সকালে ঘুম থেকে উঠে দেখি ডাউনলোড বন্ধ হয়ে একটা ক্যাপচা এন্ট্রি চাচ্ছে। একটা প্লাগইন আছে, ক্যাপচা ট্রেডার (অপশন > প্লাগইনস)।
এটা ইনস্টল করতে পারেন।
এদের ওয়েব সাইট আছে একটা, ভুলে গেছি। সেখানে যেয়ে রেজিস্ট্রেশন করতে হয়। ক্যাপচা এন্ট্রির কাজ করে ক্রেডিট জমা করতে হয়। সেই ক্রেডিট অনুযায়ী আপনার ক্যাপচা অটোমেটিক সলভ করানো। বিশাল ঝামেলা।
আমি কোনদিন ট্রাই করিনি।
যদি কারো কোন জিজ্ঞাসা থাকে তো করতে পারেন।
মূল পোস্টের লিংক (যাওয়ার দরকার নাই, এই পোস্টটাই আছে। ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।