Prothom Alo ঢাকা, ১৬ ডিসেম্বর, শুক্রবার, ২০১১, ২ পৌষ ১৪১৮, ২০ মহররম ১৪৩৩ রাধারমণকে মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবি জগন্নাথপুরবাসীর রাধারমণকে মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবি জগন্নাথপুরবাসীর জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি | তারিখ: ১৬-১২-২০১১ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের মাসিক সভায় গীতি কবি রাধারমণ দত্ত পুরকায়স্থকে মরণোত্তর একুশে পদক দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় উপজেলার আট ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের প্রধানেরা বক্তব্য দেন। জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমদ বলেন, ‘রাধারমণ দত্ত পুরকায়স্থের মতো গুণী মরমি কবিকে আরও আগেই একুশে পদক দেওয়া দরকার ছিল। তিনি এ দেশের সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেছেন। সিলেটি ধামাইল গানের প্রবর্তক এই গুণী মরমি কবি এ দেশের গর্ব। তাই আমরা উপজেলা পরিষদের সভায় তাঁকে মরণোত্তার একুশে পদক দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’ l
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।