আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে সাঈদী সম্পর্কে সাক্ষীকে জেরা

সাঈদী সম্পর্কে রাষ্ট্রের পক্ষের হাজির করা প্রথম সাক্ষীর জেরা শুরু করে আসামি পক্ষ। এ মামলার প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম হাওলাদেরকে গত চারদিন ধরে জেরা করা হয়। চার দিনের জেরায় সাঈদীর অপরাধ সম্পর্কে কোনো জেরা হয়নি। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার পঞ্চম দিনের অর্ধেক সময়ও একই ধরনের জেরা চলে। সাঈদীর অপরাধ সম্পর্কে প্রশ্ন না করে সাক্ষীকে মিথ্যা বাদী ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রমাণেই সাঈদীর আইনজীবীরা ব্যস্ত ছিলেন।

সাঈদীর মানবতা বিরোধী অপরাধের জেরা এবং যার ওপর সাক্ষী সাক্ষ্য দিয়েছেন তার সম্পর্কে প্রশ্ন না করে অন্যসব অপ্রাসঙ্গিক বিষয় বস্তু টেনে এনে সময় ক্ষেপণ ও মামলা কে ভিন্ন খাতে প্রবাহিত করার সকল চেষ্টা করা হচ্ছে জেরায়। আদালতের কাছে রাষ্ট্রপক্ষ এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ট্রাইব্যুনাল এ সম্পর্কে অবগত আছেন বলে জানান। আজকের জেরার প্রথম ভাগে আসামী পক্ষের আইনজীবী পিরোজপুর ও তৎসংলগ্ন এলাকার বিভিন্ন ব্যক্তি বর্গের ঠিকানা সহ পরিচিতি দেন। সাক্ষী এসব ব্যক্তিবর্গকে চেনেন কিনা তা জানতে চান। সাক্ষী লুটের খবর কার কাছ থেকে পেয়েছেন? নিজের বাড়ির লুটের ঘটনা তিনি কীভাবে জানলেন? লুটের মালামালের দাম কত? এসব প্রশ্নে করে সাক্ষীকে মিথ্যাবাদী বানানোর চেষ্টাই করা হয়।

সাক্ষী সাঈদীর বিরুদ্ধে কবে কোন থানায় এজাহার দায়ের করেছেন? আদালতে যে অভিযোগ দাখিল করা হয়েছে তা তার কিনা? এসব নিয়ে প্রশ্ন তুলেন। খবরের সূত্র এই লিংকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।