পৃথিবীর কক্ষপথে গ্রহানু 3200 প্যানথনের (Phaethon) ফেলে যাওয়া ভগ্নাংশের জন্য প্রতি বছর 13 ও 14 ই ডিসেম্বর জেমেনি (মিথুন) মন্ডলে, উল্কা বৃস্টি হয়।গতকাল রাতে ছিল, এর শেষ সময়। কিন্ত এইবার আকাশে চাঁদ ছিল প্রায় 89% ফুল মুন। পর্যবেক্ষনে প্রচুর সম্যসা হয়েছে,ছোট আকারের অনেক উল্কা সঠিকভাবে দেখা যায়নি। আমি প্রথম দুই ঘন্টায় 9 টি উল্কাপাত দেখেছি।এর মধ্যে একটি ছিল অনেক বড় নীল সবুজ রংয়ের,একে বলে ফায়ার বল।তাছাড়া জেমিনি উল্কা গুলি সাধারনত বড় এবং উজ্জল হয়। জেমিনিড উল্কা পাতের দুটি ছবি দিলাম। ভিজিট করুন এই সাইট http://www.astronomerswithoutborders.org search: Nebula Morshed.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।