ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে আর ডাইরী লেখি না। আসলে সময় হয়ে ওঠে না। এত কাজের ভিড়ে আমার খুব প্রিয় এই বিষয়টাকে ওনেক মিস করি। একটু বলে নেই যে কি বিষয়ের লেখা লিখতাম (কারন পুরো লেখাটার সাথে এটাও রিলেটেড); বেশীরভাগ লেখা থাকত আমার আশেপাশের মানুষের সম্পর্কে। মানুষের আচরণগুলো কলমের খোঁচায় লিখতে খুব ভাল লাগত।
এর মানে এই না যে কারো নামে গীবত লিখতাম, আসলে আমার আশেপাশের মানুষের আচরণ এনালাইসিস করে তাদের বিষয়ে একটা আউটলুক লিখতাম। বেশীরভাগ সময়েই তা সঠিক হত।
এখন আসল কথায় আসি। তার আগে বলে নেই, এর পরের কথা গুলো একান্তই আমার পারসোনাল মতামত। এ কথার দ্বিমত থাকতেই পারে।
ওই সময় আমার একটা এনালাইসিস ছিল মেয়েদের সম্পর্কে। বলা ভাল মেয়েদের মন সম্পর্কে। আমার ডাইরীতে লিখেছিলাম ,(আপুদের কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক) যখন আপনার পরিচিত কোন মেয়েকে অথবা আপনার প্রেমিকাকে দেখে মনে হবে যে আপনি তাকে আপনার হাতের তালুর মত চিনে ফেলেছেন। আর কিছু বাকি নেই ; ঠিক তক্ষণেই এমন কোন ঘটনা ঘটবে অথবা মেয়েটা এমন কোন কাজ করবে যা দেখে আপনার মনে হবে যে এ কে ? একে তো আমি চিনি না। আমার অপরিচিত সে।
তাই মেয়েদেরকে বুঝতে চেষ্টা করাটা বোকামি। আর একটা কথা তো আছেই , নারীর মন সহস্র বছরের সাধনার ধন ।
এমন ভাবা উচিৎ হবে না যে রিসেন্টলি কোন 'ছ্যাকা' খেয়ে এই লেখা লেখতে বসেছি। পুরানো সেই এনালাইসিসটাকে আবার ফলে যেতে দেখে মনে হল যে একটা লেখা লিখেই ফেলি ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।