সাধারণেই আমি অসাধারণ আমি কিউবি এর Shuttle USB মডেমটা ব্যবহার করি। আমার কাছে একটা NETGEAR WIRELESS-G ROUTER WGR614 রাউটার আছে। আমার পিসিতে কোন wireless adapter নেই। এখন আমি চাচ্ছি যে, ওই রাউটার আর কিউবি এর নেট দিয়ে আমার রুম এ wifi চালু করতে, এটা কি সম্ভব? যদি হ্যা তাহলে কিভাবে? উল্লেখ্য যে এই রাউটারে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য Broadbrand সংযোগ লাগে, কিন্তু আমার ইচ্ছা Internet->Qubee USB Modem->Computer->Router->wifi. কোন উপায় কি আছে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।