আমাদের কথা খুঁজে নিন

   

পেপল’ বাংলাদেশে আসছে । ?!!!!!!!!

অবুঝ ম্যান। কিচ্চু বুঝি নাই। সৌর্য কোন দিক দিয়া উত্থান হয় । হি হি । ডিসেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে গেল ই-এশিয়া৷ তথ্য প্রযুক্তির এই মেলায় বিভিন্ন দেশ তাদের ই-সেবাগুলো তুলে ধরেন৷ ছিল সাম্প্রতিক বিষয় নিয়ে সেমিনারও৷ মেলা থেকে ক্রেতারা বাংলাদেশে তৈরি ল্যাপটপ ‘দোয়েল’- কিনতে পেরেছেন৷ তথ্য প্রযুক্তি কোম্পানি ‘নিওস্টার ইনোভেশন' এর প্রধান নির্বাহী এডওয়ার্ড অপূর্ব সিংহা বলছেন, মেলা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল দুটো৷ এক, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে সরকার কী কী করছে সেটা দেখানো৷ এবং দুই, বিদেশি রাষ্ট্রগুলো সফটওয়্যার ক্ষেত্রে কী কী করছে সেটা বাংলাদেশের জনগণকে জানানো৷ সিংহা বলেন, বিদেশিরা বাংলাদেশে তৈরি সফটওয়্যারের বেশ প্রশংসা করেছেন৷ এছাড়া বাংলাদেশের ছেলেরা যে আউটসোর্সিং-এর কাজ করছে সে ব্যাপারে জানতে পেরেছে বিশ্বের বড় বড় কোম্পানির কর্মকর্তারা৷ এ প্রসঙ্গে বাংলাদেশি আউটসোর্সারদের ‘পেপল' নিয়ে যে সমস্যায় পড়তে হচ্ছে সে থেকে কীভাবে উত্তরণ পাওয়া যায় - তা জানতে চাইলে সিংহা বলেন, সরকার ও বেসরকারি কোম্পানিগুলো চাইলেও কোনো এক কারণে পেপল-ই চাচ্ছে না বাংলাদেশে আসতে৷ তবে পেপল-কে রাজি করাতে চেষ্টা চলছে বলে জানান সিংহা৷ বিস্তারিত  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.