আমাদের কথা খুঁজে নিন

   

শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। শহীদ মিনারে খালেদা এবং গোলাম আজমকে একসঙ্গে দেখা যেতে পারে।

বিপ্লব দীর্ঘজিবি হউক মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে প্রধান বিরোধী দল বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ ডিসেম্বর সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ। দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এ পুষ্পার্ঘ অর্পণ করবেন। এদিন দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে বিএনপির আলোচনা সভা এবং সন্ধ্যায় শুরু হবে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ।

দু’দিনব্যাপী এ বিজয় মেলা ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা। ১৬ ডিসেম্বর ভোর সাড়ে ৫টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তেলন। ভোর ৬টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে খালেদা জিয়ার পুষ্পার্ঘ অর্পণ এবং সকাল ৭টায় শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ। এদিন (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৭ ডিসেম্বর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় বের হবে বিএনপির বিজয় র‌্যালি। ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন উপস্থিত থাকবেন। এরপর ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কৃষক দল, যুবদল, মহিলাদল, মৎস্যজীবীদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) আলোচনা সভার আয়োজন করবে। কর্মসূচি ঘোষণা করে ড. খন্দাকার মোশারররফ হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন।

রণাঙ্গনে সশস্ত্র সংগ্রামে অংশ নিয়েছেন। তাই প্রতিবছর গভীর শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে বিএনপি বিজয় দিবস পালন করে আসছে। কিন্তু এ বছর বিজয় দিবস পালনেও বাধা দেওয়া হচ্ছে । এটি খুবই দুঃখজনক। যৌথসভা শেষে কর্মসূচি ঘোষণায় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভি, অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম প্রমুখ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।