আমার হাতের লেখা হল কাকের ঠ্যাং বকের ঠ্যাং! কম্পিউটার এ লিখলে এই একটা সুবিধা পাই। আসল লেখা কেউ দেখতে পারে না চাইলেও। কোন হালায় কইসিল আমি লেখতে জানি না? দেখ বেটারা... আমি এখন safe হইয়া গেসি!
কিন্তু সমস্যা একটাই। কি নিয়া লিখব? অনেকের ব্লগ পরে ব্লগ এর উপর একটা ভয় জন্মায় গেসে। মানুষজন যাই লিখে না কেন কিছু পাবলিক আছে উলটা পাল্টা কিছু অর্থ বের করবে আর হুদাই চিল্লা পাল্লা করবে।
পোলাপাইন এর প্রিয় বিষয় নারীর নারী স্বাধীনতা নিয়ে লিখতে গেলে তারা চিল্লায় নারীর কাপড় নিয়া। ঠিকই আছে। নারী বেশি কাপড় পড়বে নাকি কম কাপড় পড়বে সেটাও ত তাদের প্রিয় বিষয়গুলোর মদ্ধে একটা। স্বাধীনতা যুদ্ধ নিয়ে লিখতে গেলে একদল বলে রাজাকার ত আরেকদল বলে ইন্ডিয়ান দালাল। ভাই আমি রাজাকারও না, মালাউন দালালও না।
আমারে ছাইড়া দে মা কাইন্দা বাঁচি।
আমি নারী স্বাধীনতায় বিশ্বাসী। চিল্লানোর আগে আরেকটা কথা বলে রাখি। আমি "নারী" স্বাধীনতায় বিশ্বাসী, নারীর "পোশাক" স্বাধীনতা নিয়া আমারে ঝাড়তে আসবেন না। পাকিস্তান ১৯৭১ এ যা করসে আমি তা ঘৃণা করি।
আর এটাও মনে করি যে karma is a bitch। তাদের কৃতকর্মের ফল তারা ঠিকই ভোগ করছে। পাকিস্তানিদের চেয়ে আমরা অনেক ভাল আছি মাশাল্লাহ। আর একাত্তরে ইন্ডিয়া এর অবদান এর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা সাহায্য না করলেও আমরা স্বাধীনতা পেতাম।
কিন্তু ৯ মাসের মদ্ধে পাওয়া সম্ভব হত কিনা জানি না। তারা ১ কোটি বাঙ্গালীকে আশ্রয় দিয়েছিল। এই কারনে তাদেরকে ধন্যবাদ। কিন্তু ওই একটি ভাল কাজের জন্য দেশকে তাদের কাছে বেচে দিতে রাজি না আমি। তারা যদি এখন কোন তেরিবেরি করে তাইলে এর বিরুদ্ধে আন্দোলন গড়তে দ্বিতীয়বার ভাবব না।
যে কোন বিষয় নিয়ে বিনা কারনে এবং না বুঝে যারা চিৎকার করবেন তাদেরকে আমি পছন্দ করি না, করবও না। কিন্তু ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আমি আপনার মতই মানুষ। সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিন। নিজেকে ঠিক করার চেষ্টা করব।
এবং যাবার আগে আরও একবার বলতে চাই, "মামাহ safe হইয়া গেসি!!! এখন থেকে আমিই পাঙ্খা আর আমিই joss!!!" ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।