আমাদের কথা খুঁজে নিন

   

ইয়ামাহা আর-১৫ , একটা অসাধারন বাইক।

আমি এ পর্যন্ত ৬ টা বাইক চেন্জ করেছি, কিন্তু আর-১৫ এর মত কোন বাইক এখনো দেখিনি। বাইক এ যে এত কন্ট্রোল থাকতে পারে তা না চালালে বুঝবেন না। এই বাইক দিয়ে অনেক জায়গায় ট্যুর করছি আমি। সবথেকে বড় ট্যুর ছিল ঢাকা - কক্সবাজার। বিশ্বাস করেন আর নাই করেন মাত্র সাড়ে ত ঘন্টায় চট্টগ্রাম থেকে ঢাকা আসছি।

আমি আসলে নিজেই কল্পনা করতে পারি নাই এত তাড়াতাড়ি চলে আসব। সৌভাগ্য ছিল যে সেদিন হরতাল ছিল। তবে দুঃখের বিষয় হল রোজার ঈদের আগের দিন আমার বাইকটা ছিনতাই হয়েছে। এখন একটা হিরো হোন্ডা হান্ক চালাই। কোন মজা নাই।

আমি এখনো মিস করছি বাইক টাকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।