আমাদের কথা খুঁজে নিন

   

খুব চমত্‍কার ন্যায়সঙ্গত বিচার : পবিত্র দেশে পবিত্র একখান ঘটনা ঘটছে

খুব চমত্‍কার ন্যায়সঙ্গত বিচার : পবিত্র দেশে পবিত্র একখান ঘটনা ঘটছে ।ঘটনাটি হল পিতা কর্তৃক কন্যকে ধর্ষন ।ইউরোপীয় দেশ হলে নাস্তিকতাবাদ বলে চালিয়ে দেয়া যেত কিন্তু খোদ আল্লাহর দেশ হওয়ায় পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই ।তাই উনারা ন্যায় বিচারের রায় দিল ।রায়টি হল ১৩ বছরের কারাদণ্ড ও ২০৮০টি দোররা যা তের বছরে পরিশোধিত হবে ।যদি গরিব কোন দেশ হত নিশ্চয় জানেন এতক্ষনে গর্দান যেত ।১৩ বছরে ২০৮০দোররা মানে ১৩গুণ ৩৬৫=৪৭৪৫অর্থাত্‍ প্রতিদিন একটিও বেত্রাঘাত নয় ।উল্লেখ্য : ঐই দেশে কিন্তু নারীর ব্যভিচারের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড যা পাথর ছুড়ে সম্পন্ন করা হয় ।এটাই পৃথিবীতে নারীর প্রতি সর্ব্বোচ্চ সমান অধিকার বা সম্মান হিসাবে স্বীকৃতি পেয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।