ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ গেটাফের কাছে ১-০ গোলে বার্সা'র পরাজয়ে আল সাদ' উজ্জ্বীবিত !!!
বার্সেলোনাকে হারানোর স্বপ্ন দেখছেন এশিয়ান ক্লাব চ্যাম্পিয়ন আল সাদের কোচ জর্জ ফোসসাতি। দু’দিন আগেই রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারানো বার্সেলোনার বিপক্ষে ম্যাচ সম্পর্কে তিনি বলেছেন, ‘খেলার সামগ্রীর একজন উৎপাদনকারী বলেছেন, কোন কিছুই অসম্ভব নয়। আমি এটাতে বিশ্বাস রাখতে চাই। আমরা জানি বার্সেলোনা বিশ্বসেরা আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পাওয়ার পর তারা আরও ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তবে সমপ্রতি লা-লিগায় গেটাফের কাছে ১-০ গোলে হেরেছে বার্সা।
যেটা অনেকটা অসম্ভবের মতোই। আর এটাই আমাদের সাহস জোগাচ্ছে। আমরা যদি মনোবল নিয়ে সেরাটা খেলতে পারি তবে আমার মনে হয় বার্সাকেও হারানো সম্ভব। ’ কাতার এবং উরুগুয়ের সাবেক এই কোচ বলেন, ‘বিশ্বের সেরা দলের সঙ্গে সব সময়ই খেলার সুযোগ হয় না। তাই আমরা এই সুযোগটাকে উপভোগ করতে চাই।
আমার মনে হয়, এই ম্যাচে এমন কিছু বিষয় থাকবে যেটা সবাই উপভোগ করতে পারবেন। ’ এমন স্বপ্নের ম্যাচ সম্পর্কে তিনি আরও বলেন, ‘নিজের ভাগ্য নিজেকেই তৈরি করে নিতে হয়। স্পেনের বাইরের যে কোন খেলোয়াড়ের কাছেই বার্সেলোনার সঙ্গে খেলাটা স্বপ্নের মতো। তাই বার্সার বিপক্ষে ম্যাচটি আমাদের দলের খেলোয়াড়দের ক্যারিয়ারের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ’ শুরুতে অবশ্য খানিকটা মজাই করেছেন ফোসসাতি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি ফর্মে থাকা ১৫-১৬ জন খেলোয়াড়কে ওই দিন দলে পাই তাহলে আমরাও কিছু করে দেখাতে পারি। ’ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।