প্রোফাইল পিকচারে সবাই দেশের পতাকার ছবি দিচ্ছে। জোরেশোরে ক্যাম্পেইন চালিয়েছে ফেইসবুকে পেইজগুলোও। দেশের প্রতি ভালবাসা আর তীব্র আবেগের ফলশ্রুতিতে সবাই এটি করছে। কাজেই দোষের কিছু নেই এখানে।
তবে আসল কাজটাই করি না আমরা অধিকাংশ মানুষ।
ক্ষুদ্র ক্ষুদ্র কাজ দিয়ে নিজের জায়গা থেকে প্রত্যেকে আমরা দেশটাকে সুন্দর করে গড়তে পারি। কিন্তু সেসবে আগ্রহ নেই কারোরই।
এদেশের শহরগুলোতে ডাস্টবিন অপর্যাপ্ত বলি আমরা। কিন্তু ডাস্টবিনের পাশে দাঁড়িয়েও তাতে ময়লা ফেলি না কেউ। বরং ডাস্টবিনে ময়লা ফেলাই যেন অস্বাভাবিক।
শহরগুলো তাই আজ পরিণত হয়েছে আবর্জনার আখড়ায়।
দুর্নীতির জন্য প্রশাসনকে ক্রমাগত দোষারোপ করে যাই। অথচ বেশির ভাগ দুর্নীতির জন্মদাতা আমরা নিজেরাই। এইচএসসিতে ‘এ প্লাস’ ও মেডিকেলে ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য অসংখ্যা মানুষ কয়েক লক্ষ টাকার চুক্তি করে প্রতি বছর। কাজ না হলে টাকা ফেরত –এই শর্তের চুক্তি।
ভর্তি পরীক্ষায় সুযোগ না পেলেও বাচ্চাকে শহরের সেরা স্কুলে ভর্তির জন্য দেন-দরবার করে প্রায় সব মা-বাবাই। দিন শেষে তারা সবাই-ই দুর্নীতি, অনিয়ম ও অপশাসন নিয়ে দীর্ঘ আড্ডায় মেতে উঠেন!
ট্রেইন বা বাসের টিকেট কাউন্টারের লম্বা লাইন দেখলে সহ্যই হয় না আমাদের। লাইনে না দাঁড়িয়ে ‘সিস্টেম করে’ টিকেট পেতে নির্লজ্জের মত আপ্রাণ চেষ্টা চালাই। একই কাজ করি আমরা ভূমি-পাসপোর্ট-পৌরসভা অফিস বা অন্যান্য সরকারী অফিসগুলোতেও। সময়ের আগেই, স্পষ্ট করে বললে সিরিয়ালের আগে পেতে টাকা বা ঘুষ যেভাবেই হোক কাজ শেষ করতে মরিয়া হয়ে যাই বেশির ভাগ মানুষই।
হ্যাঁ, সরকার ও প্রশাসনে অবশ্যই চরম দুর্নীতিবাজ লোকজন আছে। তারা ‘উপরি’ বা ঘুষ ছাড়া কোন কাজই করে না। কিন্তু তাদের সেই কাজ না করার প্রতিবাদ আমরা করতে পারি না।
আমরা বরং প্রতিবাদীর ভূমিকায় অবতীর্ণ হই পাবলিক বাসে উঠলে অথবা রিকশায় চড়লে। ১,২ বা ৫ টাকার জন্য বাসের হেল্পার বা রিকশাওয়ালাকে ২-৪ ঘা লাগিয়ে দিতে, অথবা বাসে মহিলাদের সিট দখলে অকুতোভয় বীরের অভাব হয় না।
অভাব অন্যায়-অত্যাচার-দুঃশাসনের প্রতিবাদকারীর।
বিজয়ের মাসে প্রোফাইলে পতাকার ছবি অবশ্যই দেব আমরা। তবে তার চেয়ে বেশি, অনেক বেশি জরুরী আজ নাগরিকদের সচেতনতা ও অন্যায়ের প্রতিবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।