একটি প্রশ্ন বারবার মনে হচ্ছে। আমি কি? বাঙ্গালী নাকি বাংলাদেশী? বাংলা আমার মাতৃভাষা। জন্মের পর প্রথম যা শুনেছি তা ছিল বাংলা। আমার ভাষা কে বাঁচাতে জীবন তুচ্ছ করেছিলেন, সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা অনেকে। আমার কিছু থাক বা না থাক আমি আমার ভাষা নিয়ে গর্ব করতে পারি।
অন্যদিকে আমার দেশ বাংলাদেশ। রক্ত দিয়ে কেনা এই দেশ আমার মায়ের মত। এই দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন ৩০ লক্ষ শহীদ, কোন প্রশ্ন ছাড়াই। তাহলে আমার জাতীয়তা কি হবে, বাঙ্গালী নাকি বাংলাদেশী? আমার কাছে কোনটি বেশী প্রিয় হবে, আমার দেশ নাকি আমার ভাষা, নাকি দুটোই? আমি আমার মায়ের ভাষাকে ভুলতে পারবনা, পারবনা আমার দেশকে ভুলে যেতে। আমি একজন বাঙ্গালী এবং বাংলাদেশী, আমি বাংলাদেশী বাঙ্গালী।
আমার এক চাকমা বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল, দোস্ত সরকার তো জাতীয়তা বাঙ্গালী করছে, তাহলে আমি কি করব, আমি তো বাঙ্গালী না, আমার মাতৃভাষা তো আলাদা, কিন্তু আমি তো আমার দেশকে ভালবাসি। আমি উত্তর দিতে পারিনি। কিন্তু এখন পারব, আমি বাঙ্গালী, ও চাকমা, কিন্তু আমাদের দেশ এক। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এ দেশকে কেউ বিভক্ত করতে পারবেনা, যদি চেষ্টা করে-দেখবে চীনের প্রাচীরের চেয়েও শক্ত হবে আমাদের একতা, প্রতিরধের দেয়াল।
আমরা বাংলাদেশী, আমরা এক, একটি জাতি, একটি পরিবার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।