mamun.press@gmail.com লন্ডন, ৯ ডিসেম্বর : ব্রিটিশ গবেষকরা দাবি করেছেন, ৪০ শতাংশের বেশি ক্যান্সারের জন্য দায়ি ব্যক্তির লাইফস্টাইল। অনিয়ন্ত্রিত চলাফেরার কারণেই মানবদেহে ক্যান্সারের মত প্রাণঘাতী রোগ বাসা বাঁধে। বৃহস্পতিবার জার্নাল অব ক্যান্সারে প্রকাশিত হওয়া দেশটির বার্ষিক ক্যান্সার প্রতিবেদনে এটা বলা হয়েছে।
গবেষকরা বলেছেন, ব্রিটেনে প্রতিবছর এক লাখ ৩০ হাজার লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অথচ ধূমপান, মদপান আর চটকদার খাবার এড়াতে পারলে সংখ্যাটি অনেক কমে যাবে।
প্রতিবেদনে বলা হয়, ক্যান্সারের সবচেয়ে কারণ হচ্ছে ধূমপান। পাশাপাশি পুরুষদের খাবারে ফলমূল ও শাকসবজির পরিমাণ এখন কমে যাচ্ছে। অন্যদিকে বেশি চর্বিযুক্ত খাবার গ্রহণের কারণে নারীরা মুটিয়ে যাচ্ছে। এটাও তাদেরকে ক্যান্সারের দিকে টেনে নিচ্ছে।
শীর্ষ গবেষক মার্ক পার্কিন বলেন, “সব ধরনের উপাত্ত নিয়ে ব্যাপক গবেষণার পর আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে যায় যে, মানবদেহে ক্যান্সার বাসা বাঁধার প্রধান কারণ হচ্ছে ব্যক্তির লাইফস্টাইল বা জীবনযাত্রা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।