আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গভঙ্গ বিরোধি আন্দোলন কি স্বদেশচেতনার জাগরণকারী ছিল না?

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি বাংলাদেশের বিদ্যালয়গুলিতে পড়ানোর জন্য অষ্টম শ্রেণির ইতিহাস বই নিয়ে কিছু সমালোচনামূলক ব্লগ দেখলাম। শায়েস্তা খাঁ সংক্রান্ত সমালোচনাটি ছাড়াও ১৯০৫ এর বঙ্গভঙ্গ বিরোধি আন্দোলন প্রসঙ্গে ও কিছু সমালোচনা দেখলাম। ব্লগ লেখকরা 'বঙ্গভঙ্গ বিরোধি আন্দোলনকে স্বদেশচেতনার জাগরণকারী' হিসেবে দেখানোর বিরোধিতা করেছেন। Click This Link একজন ব্লগার এই অংশটি উদ্ধৃত করে একে আপত্তিজনক মনে করেছেন। ''বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে স্বদেশচেতনা জোরদার পাঠ-৬ এর শিরোনাম “বাংলায় নবজাগরণ”।

এখানে লেখা হযে়ছে, “১৯০৫ সনে ইংরেজ শাসকদের দ্বারা বাংলাকে বিভক্ত করার পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপকভাবে স্বদেশি চেতনার সৃষ্টি হয়। বঙ্গভঙ্গ- বিরোধী আন্দোলনের ফলে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। তাতে বাঙালির স্বদেশচেতনার আবেগ জোরদার হয়,স্বদেশি আন্দোলনে তার আগ্রহ বৃদ্ধি পায় এবং সামগ্রিকভাবে বাংলার দেশপ্রেম ও রাজনৈতিক চেতনার জোযা়র আসে। ” Click This Link আমরা কোলকাতায় যে ইতিহাস পড়েছি তাতে বঙ্গভঙ্গকে স্বাদেশিক আন্দোলন বলেই জেনেছি। যারা আপত্তি করেছেন পাঠ্যপুস্তকের এই অংশটি নিয়ে, তাঁরা নিশ্চয়ই নির্দিষ্ট তথ্য যুক্তি ও বিশ্লেষণের প্রেক্ষিতেই তা করেছেন।

সেগুলো জানতে আগ্রহী। নিজেদের জানা বোঝার বাইরের ভিন্ন মত জানতে ব্লগাররা সাহায্য করবেন আশা রাখি। কোন কোন বই পড়লে সুবিধা হবে, তার তালিকাও প্রার্থণা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।