আমাদের কথা খুঁজে নিন

   

অসম্ভবতা ,অবাস্তবতা ,কল্পনা কিংবা সাদা শুন্য ক্যানভাস কিংবা কিছুই না ....

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . ধরা যাক উপরের সাদা অংশটুকু একটা শুন্য বা খালি ক্যানভাস যেটাকে সাজাতে পারেন আপনি আপনার নিজের মতো করে ইচ্ছে হলে লিখতে পারেন ১৮ পোষ্ট , চরম হাসির নামে অখাদ্য জোকস,এক ক্লিকেই পন্চাস সেন্ট , ডেস্টিনি কিংবা আশ্লীল ছবি নিয়ে লিখা কিংবা রাজাকারপুত্র ওয়ামীর মতো কাপুরুষের লেখা আবার চাইলেই এই একই সাদা ক্যানভাসে লিখতে পারেন রাজাকার বিরোধী লেখা , লিখতে পারেন অতীতের অসাধারন স্মৃতি ,লিখতে পারেন দেশ কাপানো আরিফ জেবতিকের ভেলরি টেলরকে নিয়ে লিখার মতো লেখা কিংবা এই ক্যানভাসে লিখতে পারেন আপনার আবেগ জড়ানো লেখা অথবা আপনার হৃদয়ের কান্না ঝরানো কথা ,এই ক্যানভাসে লিখতে পারেন টিপুর মতো জীবনের শেষ মুহুর্তের কথা ,হয়তো লিখবেন আপনার অক্ষমতার কথা,লিখতে পারেন আপনার ক্লান্ত হীন ছুটে চলার কথা আপনার স্বপ্নের কথা ।অথবা আপনার স্বার্থপরতা কথা আপনার অন্যায়ের কথা হয়তো এই সাদা ক্যানভাসে তাকিয়ে কোন কিছু না লিখেও আপনার চোখ ভিজছে আনন্দ কিংবা দুঃখে এই সাদা ক্যানভাসের দিকে তাকিয়ে হয়তো কল্পনা করছেন কি ছিল ,কি হবে ?কেন হচ্ছে ! হয়তো লিখা যেত আস্তিকতার কথা কিংবা নাস্তিকথার কথা।হয়তো অনেক কিছু চিন্তা করেও কিছু লিখা হলো না শুন্য ক্যানভাস শুন্যই থেকে গেলো । সাদা শুন্য ক্যানভাসে একটা অদ্ভুদ জিনিস ! যেখানে কত কিছু হতে পারে কিংবা হতে পারতো কিংবা লিখা যায় অথবা কল্পনা করার যায় ।শুন্যতা মনে হয় সব সময় বিশাল কিছু আনে অথবা কিছুই আনে না । ¤এটা একটা ছন্নছাড়া লিখা বিরক্তের উদ্রেক করলে ক্ষমাপ্রার্থী ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।