আমাদের কথা খুঁজে নিন

   

ফরেক্সঃ ২৯ মার্চ ২০১৩ ডেইলি আউটলুক

ফরেক্স সীমিত কোন বিষয় না। অনেক কিছু শেখার আছে এখানে। আমি শিখে যাচ্ছি আর যতটুকু জানি তা অন্যকে শেখাচ্ছি । যারা ফরেক্স কি জানেন না তারা বাংলায় পড়তে এখানে ক্লিক করুন। WikiPedia Link GBP/USD ডেইলি আউটলুক ২৯ মার্চ ২০১৩ 4H চার্টে সাপোর্ট লাইন কে টেস্ট করে GBP/USD 1.5093 প্রাইস থেকে Rebound করে অনেকটা উপরে উঠেছে।

4H চার্টে সাইকেল বোটম তৈরি করেছে যা সাপোর্ট কে আরও শক্তিশালী করেছে। তাই এখন শুধু আপ ট্রেন্ড Expect করছি এবং পরবর্তী টার্গেট হতে পারে 1.5300 প্রাইস জোন। অপরদিকে 1.5093 এর ক্লিয়ার ব্রেক Consolidation কমপ্লিট এর সিগন্যাল দিবে এবং ডাউন ট্রেন্ড পুনরায় শুরু করবে। EUR/USD ডেইলি আউটলুক ২৯ মার্চ ২০১৩ আনাল্যসিস এ খুব একটা পরিবর্তন আসেনি আজ, গতকাল এর মতই থাকছে। EUR/USD এখনো ডাউন ট্রেন্ডে রয়েছে high 1.3711 Feb 1. পরবর্তীতে হয়তো আরও Decline হতে পারে তবে এর পূর্বে কিছুটা ডাউন ট্রেন্ড consolidation দেখা যেতে পারে।

Consolidation শেষে টার্গেট হতে পারে 1.2700 zone. Resistance রয়েছে 1.2900 প্রাইসে যার ক্লিয়ার আপ সাইড ব্রেক নতুন ট্রেন্ড শুরু করবে তবে ব্রেক না হলে আশা করছি মার্কেট বেয়ারিশ মুভমেন্টে থাকবে। সোর্সঃ BanglaForexSchool.com ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।