ভালবাসি ভালবাসব। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের মধ্যে অনলাইন ডেটিং বেশ জনপ্রিয় ব্যাপার। আবার এই ডেটিংয়ের সময় তারা যে কথোপকথনে লিপ্ত হন, তখন তাঁরা সত্য বলার চেয়ে মিথ্যাই বেশি বলেন। এই যেমন কেউ কোনো মেয়ের বয়স জানতে চাইলে তারা একটু কমিয়ে বলেন। আবার ছেলেরাও তাদের চাকরির ব্যাপারে সঠিক কথা বলেন না।
অনলাইন ডেটিংয়ের ওয়েবসাইট বিউটিফুলপিপল ডট কম এক হাজার প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পেয়েছে।
জরিপে দেখা গেছে, অনলাইন ডেটিংয়ে মেয়েরা তাদের সৌন্দর্য এবং ছেলেরা তাদের চাকরি বা আয় নিয়ে বেশি মিথ্যা বলে থাকেন। অনলাইন ডেটিংয়ে সেরা ১০টি মিথ্যার মধ্যে নিজেদের সৌন্দর্য ও চাকরির ব্যাপার নিয়ে কথা বলাটাই সবার উপরে।
জরিপে দেখা গেছে, বিনোদন-জগতে কাজ না করেও ছেলেমেয়ে উভয়ই বলেন তারা তারকাদের সঙ্গে কাজ করে। অন্যদিকে ছেলেরা তাদের বয়স এবং উচ্চতা নিয়ে মিথ্যা বলেন।
৪০ শতাংশ ছেলে এবং ৩৩ শতাংশ মেয়ে তাদের আয় সম্পর্কে মিথ্যা কথা বলেন। অর্থাত্ তারা কাজ করে যে টাকা আয় করে, অনলাইন ডেটিংয়ের সময় তার চেয়ে বেশি বলে থাকেন।
ডেটিংয়ে এই মিথ্যা বলার ভিন্নতা আবার দেশভেদে ভিন্ন হয়। ডেটিংয়ের সময় ৫৩ শতাংশ মার্কিনি তাদের সৌন্দর্য নিয়ে মিথ্যা বলেন। আবার ৪৪ শতাংশ যুক্তরাজ্যের অধিবাসী এ ব্যাপারে মিথ্যা বলে থাকেন।
ওয়েবসাইট। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।