আমাদের কথা খুঁজে নিন

   

বারক্যাম্প ২০১১ - তথ্যপ্রযুক্তি'র বাংলাদেশ

বারক্যাম্প, বারক্যাম্প জিনিশ টা কি? বাংলায় বিস্তারিত জানতে দেখুন । যাই হোক বড় বড় কথা বলে লাভ নাই। এটি একটি আন্তর্জাতিক আয়োজন। আমাদের দেশে আজও এমন কোন আয়োজন হয় নাই। বিগত ২-১২-২০১১ তারিখে e-ASia তে বারক্যাম্প নিয়ে কথা হয় ।

সে অনুযায়ী এফওএসএস বাংলাদেশ এবং অঙ্কুর আইসিটি ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে বাংলাদেশে ১১-১২ ডিসেম্বর ২০১১ ইং তারিখে দেশে প্রথমবারের মতন আয়োজন করতেযাচ্ছে "বারক্যাম্প ২০১১ - তথ্যপ্রযুক্তি'র বাংলাদেশ"। আয়োজনের বিস্তারিত তারিখ: ১১ইং থেকো ১২ইং ডিসেম্বর ২০১১। স্থ্যান: ফ্রেপড (FREPD) মিলনায়তন, পলাশী, ঢাকা। আয়োজনের সময়সূচী : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা অবদি। নিবন্ধন ফি: ২০০ টাকা।

আমাদের ফেসবুক পেজ: http://www.facebook.com/BarCampBD identi.ca তে: http://identi.ca/bdbarcamp টুইটার:@BarCampBD আয়োজনে অংশগ্রহন করতে নিবন্ধন করুন থথথএখানে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.