আমাদের কথা খুঁজে নিন

   

বি এন পি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতী ইসলাম, তৃতীয় মত রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করি

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility আসুন এক জোট হই, দেশের ও জনগনের স্বার্থে আগামী নির্বাচনে উপরোক্ত মীর জাফর, জগত শেঠের মত রাজনৈতিক দলগুলোকে বয়কট করি । আমাদের দরকার মহানবী সা:, মাহাথির মোহাম্মদ, মার্টিন কিং লুথার, হিটলারের মত মানুষ । এদের দোষ গুন আছে । আমরা ভাল গুণ গুলি নেওয়ার চেষ্টা করি । আসুন, আগামী নির্বাচনে এমন একটি দেশের স্বপ্ন দেখি, যে দেশ শুধু শুধুই নিজের দেশের স্বার্থ দেখবে ।

ইসরাইলকে আমি ঘৃনা করি কিন্তু এদের থেকেও অনেক কিছু শিখার আছে, এদের একাত্ববোধকে আমাদের অনুসরণ করা উচিত । মুসলিম, খৃষ্টান, হিন্দু , বৌদ্ধ, উপজাতি নির্বিশেষে দেশকে সঠিক সরকারের হাতে তুলে দেই । এই দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু আর বীর মুক্তিযুদ্ধা জিয়ার একার অগ্রাধিকারে বা ভারতের সহায়তায় নয় বরং প্রত্যেক আপামর মানুষের মনের মিলনে । বঙ্গবন্ধু আর বীর মুক্তিযুদ্ধা জিয়া মানুষ বৈ কিছু নয়, স্বয়ং ফেরেশতার মধ্যে খারাপ ও ভাল মিশ্রিত, সুতরাং এরা তো সাধারণ মানুষ । এদেরকে মনে রাখা উচিত কিন্তু নাম ভেঙ্গে খাওয়া উচিত না ।

যা আমাদের প্রধান দুইটি দল করে থাকে । আসুন করাপশন বা দুর্নীতি থেকে দেশকে মুক্ত করি । গড়ে তুলি আরেক মুক্তি সংগ্রাম.... আরেক চে......................................... জয় বাংলা, জয় বাংলাদেশ মাতৃভূমি আমার সোনার বাংলাদেশ । প্রচারে: একজন মুক্তিকামী বাঙ্গাল...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।