বেপোয়া মানুষ ঢাকায় পর্দা উঠল দশম বিশ্বকাপ ক্রিকেটের। জমকালো আয়োজন আর বিশেষ নিরাপত্তার চাদরে মোড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। লাখো ক্রিকেট ভক্তদের কিছুটা হলেও স্টেডিয়ামের আদলে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাদ দেয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছিল বড় টিভি পর্দা। আতশবাজির জমকালো আলোর ঝলকানীতে রাজধানী ঢাকা যখন মোহময়, তখনও পুরো রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত ছিল র্যাব, পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠান আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের এত বড় সফল আয়োজন মহাজোট সরকারের সফলতারই ইঙ্গিত বহন করে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।