আমাদের কথা খুঁজে নিন

   

টেস্ট দলে ফিরলেন ওয়ান & অনলি দ্যা লিজেন্ড আশরাফুল।

ভুদাই সমিতির সেক্রেটারী হিসেবে কাজ করছি। পার্মানেন্ট প্রেসিডেন্টের পোষ্ট খালি আছে। টেস্ট দলে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। একজন নতুন মুখও আছে। চট্টগ্রামের ছেলে নাজিমউদ্দিন চৌধুরীকে ১৫ সদস্যের টেস্ট স্কোয়াডে নেওয়া হয়েছে।

টি-টোয়েন্টি এবং ওয়ানডের পর টেস্ট দলেও থাকছেন অলরাউন্ডার ফরহাদ রেজা। রুবেল হোসেন এবং সাহাদাত হোসেনের সঙ্গে পেসার নাজমুল হোসেনও থাকছেন। ইমরুল কায়েসকে স্কোয়াডে নিলেও ফিটনেস পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যদিও তার কুঁচকির চোট পরীক্ষা করে দেখার জন্য এমআরআই করতে হবে। প্রথম টেস্টে ইমরুলের খেলা অনিশ্চিত বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

সেক্ষেত্রে ১৪ জনের দল নিয়ে খেলবে বাংলাদেশ। শফিউল ইসলাম, অলক কাপালী এবং আব্দুর রাজ্জাককে টেস্ট স্কোয়াডে রাখা হয়নি। জাতীয় লিগে খেলার জন্য নিজ নিজ দলে ফিরে যাবেন তারা। শফিউলের বাদ পড়া প্রসঙ্গে নির্বাচক নান্নু বলেন,“শফিউল ওয়ানডের জন্য ঠিক আছে। লম্বা সময় ধরে বল করা ওর জন্য কঠিন।

সেজন্য রাখা হয়নি। ” বাংলাদেশ টেস্ট স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাজিমউদ্দিন চৌধুরী, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাঈম ইসলাম, নাসির হোসেন, রুবেল হোসেন, ফরহাদ রেজা, নাজমুল হোসেন, ইলিয়াস সানি ও শাহাদাত হোসেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।