আমাদের কথা খুঁজে নিন

   

ওডেস্ক টেস্ট "odsek english spelling test U.S." টেস্ট এ ৫ পাওয়ার উপায়

Click This Link গতকাল ওডেস্কে " English Spelling Test (U.S. Version) " টেস্ট দিয়ে পূর্ণ 5 পয়েন্ট পেয়ে পাস করলাম। শুধু তাই না একেবারে ১ম স্থান পেলাম। : এর মানে যে আমি বিশাল জ্ঞানী তা ভাবার কোন কারণ নাই। আমি শুধু একটা বুদ্ধি খাটাইলাম। তা হল মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ টেস্টের উত্তরগুলো লিখে দেখতাম তার নীচের আন্ডারলাইন এর রং লাল হলে ভুল বানান।

আর কোন আন্ডারলাইন না থাকলে তা সঠিক। এইভাবে সহজেই টেস্টের সব উত্তর সঠিকভাবে দেয়া সম্ভব আর তাড়াতাড়ি করার জন্য দ্রুত টাইপ আর ভাগ্যেরও দরকার কারণ সঠিক বানানের জন্য ভুল বানানের মাঝে মাউস কার্সর রেখে সঠিক বানান পাওয়া গেলেও টেস্টে যখন ভুল বানান বাছাই করতে বলবে তখন সর্বোচ্চ ৩ বার টাইপ করা লাগতে পারে। ভাগ্য প্রতিকূলে থাকলে আর কি! এখন পর্যন্ত মোট 194626 জন কন্ট্রাক্টর এই টেস্ট দিয়েছেন এবং 179812 জন পাস করেছেন। Click This Link তাহলে আর দেরী না করে এক্ষণই তাড়াতাড়ি "English Spelling Test (U.S. Version)" টেস্ট দিয়ে আমাকে টেক্কা দিয়ে ফেলেন। হা হা!! লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার করুন।

পোস্ট করেছেন মাহমুদুল হাসান। গতকাল ওডেস্কে " English Spelling Test (U.S. Version) " টেস্ট দিয়ে পূর্ণ 5 পয়েন্ট পেয়ে পাস করলাম। শুধু তাই না একেবারে ১ম স্থান পেলাম। এর মানে যে আমি বিশাল জ্ঞানী তা ভাবার কোন কারণ নাই। আমি শুধু একটা বুদ্ধি খাটাইলাম।

তা হল মাইক্রোসফট অফিস ওয়ার্ড এ টেস্টের উত্তরগুলো লিখে দেখতাম তার নীচের আন্ডারলাইন এর রং লাল হলে ভুল বানান। আর কোন আন্ডারলাইন না থাকলে তা সঠিক। এইভাবে সহজেই টেস্টের সব উত্তর সঠিকভাবে দেয়া সম্ভব আর তাড়াতাড়ি করার জন্য দ্রুত টাইপ আর ভাগ্যেরও দরকার কারণ সঠিক বানানের জন্য ভুল বানানের মাঝে মাউস কার্সর রেখে সঠিক বানান পাওয়া গেলেও টেস্টে যখন ভুল বানান বাছাই করতে বলবে তখন সর্বোচ্চ ৩ বার টাইপ করা লাগতে পারে। ভাগ্য প্রতিকূলে থাকলে আর কি! এখন পর্যন্ত মোট 194626 জন কন্ট্রাক্টর এই টেস্ট দিয়েছেন এবং 179812 জন পাস করেছেন। তাহলে আর দেরী না করে এক্ষণই তাড়াতাড়ি "English Spelling Test (U.S. Version)" টেস্ট দিয়ে আমাকে টেক্কা দিয়ে ফেলেন।

হা হা!! লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার করুন। পোস্ট করেছেন মাহমুদুল হাসান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.