i m lost
শ্রদ্ধেয় কাশেম স্যার
যেখানেই যাই কিছু মানুষ আমাকে বুকের ভালবাসা উজাড় করে দিয়ে ভালবাসেন। স্যার,আপনি এদেরই একজন। বাড়িতে থেকে পড়ালেখা করতাম না বলে ৬ষ্ঠ শ্রেনী থেকে আব্বু হোস্টেলে পাঠিয়ে দয়েছিলেন। । স্যার, আপনার আদর আমাকে আব্বু-আম্মুর আদর বঞ্চিত হয়ে হোস্টেলে থাকেত কতটুকু সাহায্য করেছিল তা ভাষায় প্রকাশ কর অসম্ভব।
কিছু মানুষের স্মৃতি আমার মনের আয়নায় ভেসে উঠে বারবার। স্যার আপনি এদেরই একজন। স্যার,আপনার প্রতিটি কথা,আপনার হাসি,আপনার হাঠার ধরন আপনার সবকিছু আমার স্মৃতিপঠে এমনভাবে গেথে গিয়েছে যা মরনের আগ পর্যন্ত ভোলা আমার পক্ষে অসম্ভব।
স্যার,এত ছাত্রের মধ্যে কেন আমাকে এত বেশি ভালবেসেছিলেন জানি না। অন্য কোন স্যারের পড়া না শিখলেও আপনার পড়া না শিখে কখনো ক্লাসে যেতাম না।
কারন ক্লাসে ঢুকেই প্রথমে যে আপনি আমাকে খুঁজতেন পড়া নেয়ার জন্য।
স্যার, জানেন ?স্কুলে থাকতে আপনি আমাকে য নামে ডাকতেন আজো আমার বন্ধুরা আমার সাথে দেখা হলে সেই নামেই ডাকে।
স্যার.আপনি আপনার কত সন্তানের ভাগ্য নিজ হাতে গড়ে দিয়ছেন তার হিসাব আমার কাছে নেই। কিন্তু আপনার নিজের ভাগ্য গড়তে এতটুকু নজর দেন নি। স্যার,সাবেক যোগাযোগ প্রতিমণ্ত্রী সালাহউদ্দিন আহমেদ (বিএনপি)আপনার হাতে গড়া এক রত্ন।
জানতে পারলাম আপনার ছাত্র আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আপনাকে স্কুলের পাশে একটি ঘরভিটে উপহার দিয়েছেন জেনে যারপরনাই আনন্দিত হয়েছি।
স্যার,আপনার ছাত্র যখন মন্ত্রী হয়ে স্কুলে আসল তখন আপনি দরজার ফাঁকে লুকিয়েছিলেন। আপনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাইকে পরীক্ষা করেছিলেন মন্ত্রী হয়ে সে আপনাকে মনে রেখেছে কি না। আমনার ছাত্র মন্ত্রী হয়েও আপনাকে ভুলে নি। সে স্কুলে পা দিয়েই প্রথমে আপনাকে খুঁজে কদমবুচি করেছে।
স্যার,আপনি আমাদের বড় ভাইকে উদ্দেশ্য করে বলেছিলেন পরীক্ষা করে দেখলাম মন্ত্রী-তন্ত্রী হয়ে ভুলে গেছচ কি না।
স্যার জানেন,এখন আগের মত স্কুলে যাওয়া হয় না। আগে গ্রামের বড়ি গলেই স্কুলে ছুটে যতাম আপনাকে একনজর দেখার জন্য। আপনাকর একটি পান কিংবা একটি সিগারেট নিজ হাতে দিয়ে আমি যে কত আনন্দিত হতাম তা বুঝাতে পারব না স্যার।
ঘাতক ক্যান্সার কেড়ে নিল আমার প্রিয় শিক্ষকের প্রান।
আপনার ইচ্ছামত স্কুলের মসজিদের পাশে আপনাকে কবর দেয়া হল। স্যার,যখন ফজরের নামাজের পর কবর জিয়ারত করতাম সেখানে আপনি ছিলেন না। কবর জিয়ারতের প্রথা আজো চালু আছে। আমার ছোট ভাইয়েরা প্রতিদিন আপনার কবর জিয়ারত করে কিন্তু সেখানে আজ আমি নেই।
স্যার,আপনি আপনার অসংখ্য ছেলেদের কান্নার সাগরে ভাসিয়ে পরপারে চলে গেলেন তো ভালই করেছেন।
আজ আপনি বেঁচে থাকলে বড়ই লজ্জা পেতেন। কারন মানুষ গড়ার কারিগরেরা স্যার আজ ধর্ষক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।