আমাদের কথা খুঁজে নিন

   

৩৫টী নতুন ব্যাংক এবং কর্মসংস্থান!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। নতুন ব্যাংক হতে যাচ্ছে। যদিও অর্থমন্ত্রী এবং শীর্ষ অর্থনীতিবিদ্গণ আমাদের বর্তমান অর্থনৈতিক অবস্থায় নতুন ব্যাংকের প্রয়োজন নেই বলেই অভিমত দিয়েছিলেন। কিন্তু তাদের সেই সব উপদেশ শোনার মত অবস্থায় নেই সরকার বা সরকার প্রধান। তাই এখন পর্যন্ত ত্রিশটি ব্যাংকের জন্য আবেদন জমা পড়েছে।

নতুন নিয়ম করে বলা হয়েছে, নতুন ব্যাংক যারা করবেন, তাদের মূলধন হিসাবে ৪০০ কোটি টাকা থাকতে হবে। একটা ভালো দিক হল, নতুন ব্যাংক নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যার ফলাফল হবে প্রত্যক্ষ। আর তারা ব্যবসায়িক লাভ করার জন্য এমন কিছু করবে যা ব্যাংকিং খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। আসুন তা হলে দেখা যাক কারা কারা পকেটে ৪০০ কোটি টাকা নিয়ে বা কিছুটা হলেও ধার-কর্জ করে নতুন ব্যাংক করার চেষ্টা-তদবির করছেন। [ সূত্র] ১।

মহীউদ্দীন খান আলমগীর --> ফারমার্স ব্যাংক ২। হুমায়ুন কবির, সাথে আছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস --> মধুমতি ব্যাংক ৩। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান --> মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ৪। সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান --> পিপলস ব্যাংকের চেয়ারম্যান ৫। মির্জা আজম এমপি --> দ্য পিপলস ব্যাংক ৬।

মাহবুবা কবীরের, উদ্যোক্তা হলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী --> সেলফ এমপ্লয়মেন্ট ব্যাংক ৭। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল অব. হারুন-অর-রশিদ --> ডেসটিনি ব্যাংক লিমিটেড ৮। বিআরবি ক্যাবলসের স্বত্বাধিকারী মজিবর রহমান --> রুরাল ইনভেস্টমেন্ট ব্যাংক ৯। মনিরুজ্জামান খান খন্দকার --> মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান ১০। ব্যবসায়ী নেতা ও এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ --> গ্লোবাল ব্যাংক, ১১।

এনজিও ব্যক্তিত্ব অধ্যাপিকা হোসনে আরা বেগম --> টিএমএসএস ক্ষুদ্র পুঁজি ব্যাংক ১২। নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ --> কটক বাংলা ব্যাংক ১৩। সাবেক অর্থসচিব মতিউল ইসলাম --> ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ব্যাংক ১৪। সোলায়মান রুবেল --> মেট্রো ব্যাংকের চেয়ারম্যান ১৫। ইঞ্জিনিয়ার এনামুল হক --> কোরিয়া-বাংলা ব্যাংক ১৬।

অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ --> মডার্ন ইসলামী ব্যাংক ১৭। মোহাম্মদ হাসান --> সিটি ফাইন্যান্স ১৮। মমতাজুল হক --> ব্যাংক অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ১৯। শহীদুল ইসলাম --> ইউনিয়ন ব্যাংক ২০। এনামুল হক চৌধুরী --> চার্টার্ড ব্যাংক ২১।

খন্দকার মহিউদ্দিন --> বেঙ্গল ব্যাংক ২২। আবুল কাশেম --> পিপলস ইসলামী ব্যাংক ২৩। এসএম আমজাদ হোসেন --> সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ২৪। মোর্শেদ আলম --> গ্রিনল্যান্ড ব্যাংকের ২৫। মাজেদুল হক চিশতি --> সাউদার্ন ব্যাংক ২৬।

গোলাম মোস্তফা কামাল --> ওয়েস্টার্ন ব্যাংক ২৭। শাহরিয়ার আলম --> ফেডারেল ব্যাংক ২৮। সীমান্ত কুমার সাহা --> প্রাইম এশিয়া ব্যাংক ২৯। রুমা পারভীন --> ইউনিভার্সাল ব্যাংক ৩০। আয়েশা হাসান --> ওয়েস্টার্ন ব্যাংক ৩১।

ফজলুল হক --> ফারইস্ট ইসলামী ব্যাংক ৩২। জিয়াউল হাসান --> মিলেনিয়াম ব্যাংক ৩২। মাহমুদুল হক কুতুব --> আল হেরা ব্যাংক ৩৩। সৈয়দ আহমদ ফারুক --> গালফ-বাংলা ব্যাংক লিমিটেড ৩৪। আলমাস উদ্দিন আহমেদ --> ব্যাংক অব ক্রেডিট কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ৩৫।

আরিফুল হক --> সিটিজেন ব্যাংক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.