শাফিক আফতাব-----------
কতদিন তোমার চোখে চোখ রাখিনা, বুকে বুক, আর মহারাস্তার পাশে তোমার উর্বর ভূমি লীজ নিয়ে চষি না, বপণ করিনা ধানবীজ কিংবা পাট। দীর্ঘদিন পতিত থেকে থেকে ভূমিতে আগাছা বেড়েছে, আর বাড়ছে গরু ছাগলের উপদ্রব। আবার কতিপয় ভূমিদস্যূ পায়তারা করছে জবর দখলের।
এভাবে আর কতদিন থাকা যায় ? এই মহাসড়কের পথ ধরে আর কোনোদিন হাঁটাবে না তুমি। ফলাবে কোনো ধান কিংবা কুকুর সন্তান ? গরু ছাগল ? তুমি গবাদী পশুর কথা কেনো বললে ? বললে, তুমি বললে : আমরা আজীবন পুরুষাক্রমে এক পশুই তো লালন করছি আবহমান।
আর মানুষের ভেতর থেকে যে পশুটা বেরিয়ে আসে তা নাকি পৃথিবীর তাবৎ পশুর চেয়ে হিংস্র। এজন্য তুমি তোমার ভূমি চষতে দিলেনা । বললে : তারচে বরং প্রেম প্রেম খেলি আমরা, কাম কাম না।
কামের ভেতর দিয়ে ফলে পশু ও মানুষ। পশুরা তো পশুই ; মানুষ হয় না কোনোদিন ।
অথচ দেখুন মানুষ কিন্তু পশু হয়ে ; পশুদের চেয়ে হিংস্র হয়ে যায়। ..............
২৮.০৩.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।