আমাদের কথা খুঁজে নিন

   

পদ্মবনের সৃতি

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। ওগো প্রিয়া,দিনের শেষে রাত্রী আসে তুমার পদ্মবনের সৃতি নিয়ে এই তরীর মাঝে।

তব,ওগো প্রিয়া,তুমায় মোর মনে পড়ে। কতদিন,কতরাত,কতমাস গত হয় মোর, তুমার পদ্মবনে ভ্রমণ হয় না আমার। বোঝি,এতদিনে তুমার পদ্মবনে অনেক মধু জমে আছে। মন মোর করে হাঁহাঁকার,প্রাণ মোর কাঁদে অভিরত। তুমার পদ্মবনের সেই মধু পান করিতে।

তব,ওগো প্রিয়া,তুমার পদ্ম বনের সৃতিগুলো মোর স্যাঁতস্যাঁতে আঁখিদ্বয়ে ভাসে। তব,আলোর গতির মত এই মন চায় তুমার ঐ উজ্জল পদ্মবনের মধু আহরণ করিতে। তব,ওগো প্রিয়া,তুমায় মনে পড়ে। তুমার ঐ পদ্মবনে ভ্রমণ ব্যাতীত প্রবাসী মন আমার সদা এক দুঃখস্বপ্ন দেখে। না-জানি,কোন মৌমাছি এসে মোর পদ্ধবনের মধু আহরণ করে।

প্রবাসের পথে আমি কত দেখি ফুল(নারী)প্রতিদিন। তবু,জোড়ায় না মোর আঁখি। মোর প্রাণ চায়,তার স্ব ফুলের সুবাস লয়তে। তব,ওগো প্রিয়া,তুমায় মনে পড়ে। যব,তুমার পদ্মবনে ভ্রমণ করিতে চাহে মোর হিয়া।

তব,তুফান তুলে মেরী সিনার প্রাণ, ভেঙ্গে সব করে পয়মাল, মানে না,সে মোর কোন বারণ। তব,শুধু চাহে মোর হিয়া তুমার পদ্মবনে গমণ করিতে। তব,ওগো প্রিয়া,তুমায় মনে পড়ে। তুমার পদ্মবনের ফুলের স্পর্শে মম হৃদয়পাটে স্বর্গের হাওয়া বহে। তুমার পদ্মবন,ওগো প্রিয়া মোর সর্বেসর্বা প্রিয়,মোর স্বর্গ।

যব,তুমার পদ্মবনের স্বর্গে ভ্রমণ করিতে মোর হিয়া চাহে, তব,ওগো প্রয়িা তুমার পদ্মবনের সৃতি মোর স্যাঁতস্যাঁতে আঁখিদ্বয়ে ভাসে। তব,ওগো প্রিয়া তুমায় মনে পড়ে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.