আজ হরতালের দিন সকাল ৯ টায় মান্ডা বাসা থেকে রওনা দিয়ে সকাল ১০ টায় গুলশান ২ অফিসে পৌছলাম। অন্যদিন ১ ঘন্টায় অফিসে যাওয়া অকল্পনীয়। রাস্তায় আসার পথে মানুষের মধ্যে অফিসের যাওয়ার কর্মচাঞ্চল্যতার কোন কমতি ছিলনা। গাড়ীতে যথারীতি ভীড় ছিল তবে অন্য দিনের চেয়ে একটু কম ছিল । রাস্তা ঘাট ছিল পুরোপুরি ফাকাঁ ।
নেই শব্দ দূষণ, নেই বায়ূ দূষণ, নেই যানজট, অফিসে এসে দেখি লোকজনের উপস্থিতি মোটামুটি ভাল। কাজ কর্মে কোন ব্যঘাত নেই, সব কিছুই ঠিক ঠাক । সবকিছুই যদি ঠিক ঠাক থাকে তাহলে হরতাল দিলেই তো ভাল। মেডাম খালেদা জিয়াকে এজন্য ধইন্যা দিয়া লাভ নেই । ওনার সুস্বাস্থ্য কামনা করি যেন উনি আরো দীর্ঘদিন বেচেঁ থাকেন আর ঘন ঘন হরতাল দেওয়ার শক্তি পান।
আমীন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।