অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে ইউটিউবে গানখানা সোয়া কোটি বার দেখা হয়েছে ,তাও আবার দুই সপ্তাহে!!
আল্লাগো সামুতে দুই বছরেও নাফিস ইফতেখারের পোস্ট বিশ হাজার ছাড়ায়না। যারা গানটি শোনার লোভ সামলাতে পারছেন না তাদের জন্য পোস্টের শেষে লিংক দেয়া হয়েছে।
প্রথমে কিছু নতুন শব্দের অর্থ দেখে নিই ঃ
Soup song ছ্যাকা সংগীত
Soup boys ছ্যাক খাওয়া পোলা
Kolaveri হুদাই রাগ(আসল অর্থ খুনে রাগ)
Di কোন মেয়েকে বুঝাচ্ছে(ইনফর্মাল)
Mama মামু/কোন লোককে বুঝাচ্ছে।
ব্যাস, আপনি গানটি শুনতে তৈরী।
গানটী ছ্যাকা খাওয়া উপলখ্যে গাওয়া কিন্তু ভিডিওতে তা দেখে বোঝার উপায় নেই।
এই যুগের টিনএজাররা নাকি পপকর্ন খেতে খেতে বয়/গার্লফ্রেন্ড পাল্টায়। তাহলে আর দেবদাস হইয়া লাভ কি??
মইরা যাইতেসি কইয়া মিটী হাসিতে ভাব ভালই জমেছে।
গানটীর ফিমেল ভার্সন আসে। সেইটা মাশাল্লাহ ছোট নাটীকাতে পরিণত হইছে। গানটীতে একটা ছ্যাকা খাওয়া পোলার কাহানী বলা হইছে আর আমার ফেসবুকীয় বান্ধবীরাই দেখলাম গানটা নিয়া বেশী আগ্রহী।
এর কারণ হতে পারেঃ
১.ছ্যাকা দেওয়ার মাঝে বোধহয় একটা পাশবিক আনন্দ আছে,যা মেয়েরা যথেষ্ট উপভোগ করেছে।
২. গানটা তেমন একটা বুঝেন নাই। শুনতে ভাল আর গাইতে সোজা তাই গুন গুন করতাসেন।
ভাইরাল মার্কেটিং প্লানঃ
গানটা ফেসবুক,ব্লগ,টুইটারের মাধ্যমে ভাইরাসের মত ছড়িয়ে পড়েছে। এইখানেই নির্মাতাদের সাফল্য।
এটা ডিজিটাল যুগের নতুন ধরনের মার্কেটিং প্লান। কারণ সোশ্যাল নেটওয়ার্ক যারা বেশী ব্যবহার করেন তাদের বেশিরভাগই তরুণ। ভারত তথা তরুণ প্রজন্মের ভাষা, আহ্লাদিপনা,মনন-মানসিকতার আদর্শ উদাহরণ এই গান।
সিদ্ধান্তঃ গানটী শুনতে মন্দ না। আপনাকে দুই তিন মাতিয়ে রাখবে অনায়াসে।
তবে হিট সংখ্যা দেখে কালোত্তীর্ণ কিছু আশা করলে বোকামী হবে। সাধারণ মানের ফাতরামি। কে যেনো বলেছিলো,'জনপ্রিয় জিনিস মানেই নিম্নমানের;কারণ নাকি বেশিরভাগ মানুষের মানসিকতা গড়পড়তা '
link:
main:
http://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8
female
http://www.youtube.com/watch?v=ZW6gSMXXtPY
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।