আমাদের কথা খুঁজে নিন

   

সেরা শহর ভিয়েনা

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। বসবাসের জন্য পৃথিবীর সেরা শহরের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আর তালিকার সবচেয়ে নিচে রয়েছে বাগদাদ। সারা বিশ্বের ২শ’রও বেশি শহরের অবকাঠামো, সড়ক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা প্রভৃতি বিষয়ের ওপর জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জরিপ প্রতিষ্ঠান মার্সার। বাংলাদেশের রাজধানী ঢাকা এই তালিকায় ২০৪ নম্বরে অবস্থান করছে।

এ তালিকার শীর্ষ ১০ শহরের মধ্যে রয়েছে জার্মানি ও সুইজারল্যান্ডের ছ’টি শহর। তালিকার দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ডের জুরিখ ও তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের অকল্যান্ড রয়েছে। এরপরে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে জার্মানির মিউনিখ, ডাসেলডর্ফ এবং কানাডার ভ্যাঙ্কুভার। সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে জার্মানির ফ্রাঙ্কফুট, সুইজারল্যান্ডের জেনেভা ও বার্ন। দশম হয়েছে ডেনমার্কের কোপেনহেগেন।

ভিয়েনার সুসজ্জিত ভবন, পার্ক ও সাইকেলের প্রভুত ব্যবহার শহরে প্রতিদিনের পরিবহন খরচ স¤প্রতি এক ইউরোতে নামিয়ে এনেছে। ১ কোটি ৭০ লাখ বাসিন্দার এ শহরে গুরুতর অপরাধের ঘটনা বিরল। তবে মার্সারের এ জরিপের ফলাফল শুধু ২০১১ সালের জন্য এবং তা স্থায়ী নাও হতে পারে বলে জানিয়েছেন মার্সারের জ্যেষ্ঠ গবেষক স্লাগিন পারাকাটিল। পারাকাটিল বলেন, নিরাপত্তার দিক দিয়ে কম নম্বর পাওয়ায় ২০১১ সালে ইউরোপীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে নিচে স্থান পেয়েছে এথেন্স। এছাড়া আন্দ্রেস ব্রেইভিকের গণহত্যার ঘটনার পরে অসলোর স্থানও ২৪ ধাপ নিচে নেমে গেছে।

রাজনৈতিক অস্থিরতা ও দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে সবচেয়ে নিচের স্থানটি পেয়েছে বাগদাদ। একই কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর অনেক শহরের অবস্থান নেমে গেছে। তবে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে উঠে এসেছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের অনেক শহরের অবস্থান। শীর্ষ ২০ শহরের মধ্যে রয়েছে এ অঞ্চলের অকল্যান্ড, সিডনি, ওয়েলিংটন, মেলবোর্ন ও পার্থ। এশিয়ার সেরা শহরের মর্যাদা পেয়েছে সিঙ্গাপুর।

সারা বিশ্বের তালিকায় এর অবস্থান ২৫তম। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।