আমাদের কথা খুঁজে নিন

   

কোন ভাঁপের সুর ভাসে সারাটা উঠোনে!

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) আমার ভোর হয় শালিকের আগে, দোয়েলের ঠোঁটে চুম্বন দেয়া শিশিরের স্পর্শে প্রথম রোদের মত নারকেল ডগায়। কচি শাঁসের ডাববালিকারা আমার সাথে জেগে উঠে গায় মুয়াজ্জিনের গান, কাঁসার বাজনা। পিঠার বুক ফুঁড়ে বেরিয়ে আসা ভাঁপে সারাটা সকাল বিমূর্ত চিত্রকলা। মন্দিরা, নিবিড় সেসব ঘন গল্পের ডিঙা কোথায় ডুবে গেছে অগোচরে; কোন ভাঁপের সুর ভাসে সারাটা উঠোনে! আমার এখন ভোর ফুরায় ঘুমে; আমার এখন পাখি আর গাছেদের সাথে আড়ি। আমাদের নারকেল ডগার ফাঁকে রানওয়ে দেখা যায়। যন্ত্রপাখিরা সাঁই সাঁই উড়াল দেয় স্বল্পমেয়াদি। কেবল আমার চোখের ভেতর ঘাপটি মেরে বসে থাকে একটি ভেজা কাক; কোথাও তার উড়াল নেই - আড়াল নেই! তুমি আমার দু'চোখ দাও চুমে; আমার আবার ফিরতে হবে বাড়ি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.