দুই মা এেছেন সন্তান নিয়ে রাজার কাছে সমাধান এর জন্য কারণ দুজনই দাবি করছে সন্তানটি তার... বিচক্ষণ রাজা বলে উঠলেন সেনাপতি এক্ষুণি এই সন্তানটিকে দিখন্ডিত কর এবং দুজনকে দুই ভাগ দিয়ে দাও।এই আদেশ শুনে অসহায় গর্ভধারিনী মা বুঝতে পারে যে এটা হতে দেয়া যাবে না কারন তার সন্তান এই পৃথিবী ছেড়ে চলে যাবে তাই তিনি চিৎকার করে বল্লেন যে এই সন্তান তার না।আর পাশে আরেক দাবিদার মা দাড়িয়ে ছিলেন।তখন রাজার বুজতে দেরি হল না যে আসল মা কে...।এই রুপকথার কাহিনীতে আমাদের রাজনীতি এসে ঠেকেছে।এক দিকে বর্তমান নগর পিতা ঢাকাকে ভাগ না করার জন্য শেষ পর্যন্ত আসন ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন কিন্তু তার শেষ রক্ষা হয়নি সরকার দুই ভাগ করেই ছাড়ল,যা রুপকথার কাহিনীকেও হার মানিয়ে দিল। এই ঢাকা কোন নির্দিষ্ট সরকার,গোষ্ঠি কিংবা দলের নয়,এটা কোটি জনগণের প্রাণের শহর যার মধ্যে লুকিয়ে আছে অনেক আবেগ,কষ্ট,প্রাপ্তি,হতাশা আরো অনেক কিছু।কিছু কিছু রাজনীতিবিদ টক শো আর সেমিনারে বলে যাছ্ছেন এখানে আবেগের কোন জায়গা নেই বাস্তবতাই প্রধান এবং তাদের এই উদ্ভট সিদ্ধান্তের গিণিপিগ হতে হল কোটি জনগণকে এবং তাদের শহর ঢাকাকে।তাহলে প্রশ্ন থেকে যায় "এমন কি বাস্তবতার শিকার হলেন তারা?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।