আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান ডমিনিক স্ট্রস-কান বলেছেন, গত মে মাসে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হোটেলে হোটেল পরিচারিকার সঙ্গে তার যৌন সম্পর্ক স্থাপন বোকামি ছাড়া আর কিছুই নয়। এ ঘটনার পর কান যৌন নির্যাতনের জন্য অভিযুক্ত হন এবং আইএমএফ প্রধানের পদ থেকে সরে যেতে বাধ্য হন। খবর বিবিসির।
স্ট্রস-কান সেই যৌন কেলেঙ্কারির ঘটনার বিবরণ প্রকাশ করেছেন। তার এক বন্ধুর প্রকাশিত বইয়ে কান বলেন, হোটেলের রুমে স্নানঘর থেকে নগ্ন অবস্থায় বেরিয়ে আসার পর হোটেলের পরিচারিকা তার দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকান।
কান মনে করেছিল, হোটেল পরিচারিকা তাকে যৌন সম্পর্ক স্থাপনে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপর যা হয় তা পারস্পরিক সম্মতিতে হয়। কিন্তু এটি ছিল পুরোপুরি বোকামি। হোটেল পরিচারিকার আইনজীবীরা এই অভিযোগ অস্বীকার করেন। তবে হোটেল পরিচারিকা এ বিষয়ে মিথ্যা তথ্য দেয়ায় তার আইনজীবীরা কানের বিরুদ্ধে ফৌজধারী মামলা প্রত্যাহার করে নেন।
কিন্তু ঐ হোটেল পরিচারিকা একটি দেওয়ানী মামলা চালিয়ে যাচ্ছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।